Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঙ্গনার বাড়ির সামনে গুলিবর্ষণ, আতঙ্কে অভিনেত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২০, ১২:৪২ পিএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে বিতর্ক তুঙ্গে। একের পর এক অভিযোগে খুলে পড়ছে বি টাউনের রূপালী তবক। এরই মধ্যে স্বজনপোষণ ইস্যুতে সরব হয়েছেন বলিউডের একাংশ। এ তালিকায় শীর্ষে আছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সোশ্যাল মিডিয়ায় বহু নামি তারকার বিরুদ্ধে তোপ দেগেছেন বলিউড কুইন।

তবে এবার কঙ্গনার মানালির বাড়ির সামনে হয়েছে গুলিবর্ষণ! এরপর থেকেই খানিকটা আতঙ্কে রয়েছেন অভিনেত্রী ও তার পরিবার।

বিষয়টি সম্পর্কে কঙ্গনা রানাউত জানান, 'তখন বাজে রাত সাড়ে এগারোটা। আমি শোবার ঘরে ছিলাম। হঠাৎ করেই বিকট একটা শব্দ শুনতে পাই। প্রথমে ভেবেছিলাম কেউ বাজি ফাটাচ্ছে। কিন্তু এখন তো কোনো পর্যটক নেই। তাহলে বাজি ফাটাবে কারা।'

তিনি এও বলেন, 'এর কিছু সময় পরে আরেকটি শব্দ পাই। তখন বুঝতে পারি এটা বাজির শব্দ নয়, গুলির শব্দ। খুব দ্রুতই নিরাপত্তা রক্ষীর কাছে চলে যাই। পরে তিনি বলেন এটা হয়তো কোনো শিশুর কাজ। কিন্তু আমরা ৫ জন বুঝতে পারি এটা গুলির শব্দ। বাড়ির নিরাপত্তা কর্মী কোনো কারনে হয়তো বিষয়টি খেয়াল করেনি।'

এমন ঘটনার পরই কুল্লু থানায় অভিযোগ জানান কঙ্গনা। তখন ডিএসপি পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে বিশাল একটি পুলিশবাহিনী নায়িকার বাড়িতে হাজির হয়। যদিও সেসময় তদন্তকারীরা সন্দেহজনক কোনো আলামত পাননি। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রীর নিরাপত্তার স্বার্থে বাড়ির সামনে পুলিশ নিয়োগ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ