Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শিরোপা থেকে এক জয় দূরে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ১২:০০ এএম

কার্ডের কারণে ছিলেন না আক্রমণভাগের দুই সেরা খেলোয়াড় রবের্ত লেভানদোভস্কি ও থমাস মুলার। কিছুটা ভুগলেও তাতে বাধা হয়ে দাঁড়াতো পারেনি জয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লম্বা সময় স্থগিত থাকা বুন্দেসলিগা পুনরায় শুরুর পর জয়ের ধারা ধরে রেখেছে দলটি। নিজেদের মাঠে গতপরশু রাতে ২-১ গোলে জেতা বায়ার্ন ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে।

আলিয়াঞ্জ অ্যারেনায় হাস্যকর ভুলে গোল হজম করলেন বরুসিয়া মনশেনগ্লাডবাখ গোলরক্ষক। বায়ার্ন মিউনিখের বাঁজামাঁ পাভার্দের আত্মঘাতী গোলে ফিরল সমতা। শেষ পর্যন্ত লেয়ন গোরেটস্কার গোলে জয় তুলে নিল বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। পৌঁছে গেল লিগ শিরোপা ধরে রাখার খুব কাছে।

নতুন শুরুর পর বুন্দেসলিগায় এটি বায়ার্নের টানা ষষ্ঠ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম জয়। শেষ তিন ম্যাচে আর একটি জয় পেলে অন্য কোনো হিসেব ছাড়াই টানা অষ্টমবারের মতো লিগ চ্যাম্পিয়ন ঘরে তুলবে জার্মানির সফলতম ক্লাবটি। দুইয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৬৬।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিরোপা

২৫ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ