নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবল কিংবা ইউরোপ- রিয়াল বেতিস সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০৫ সালে। স্প্যানিশ ক্লাবটি সেবার ঘরে তুলেছিল কোপা দেল রের শিরোপা। এর পর থেকে বেতিসে শুধুই শূন্যতা। অবশেষে না পাওয়ার আক্ষেপ ঘোচাল তারা গতপরশু রাতে। সেই কোপা দেল রে জিতেই ১৭ বছর পর আবার শিরোপার স্বাদ পেল বেতিস। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সেই ৩০ মিনিটে গোল করতে পারেনি কোনো দল। টাইব্রেকারে গড়ানো ম্যাচে স্নায়ু ধরে রাখে বেতিস। ভ্যালেন্সিয়াকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। টাইব্রেকারে বেতিসের পাঁচ খেলোয়াড় লক্ষ্যভেদ করলেও ভ্যালেন্সিয়ার চার নম্বর শট থেকে গোল করতে ব্যর্থ হন ইউনুস মুসাহ।
এবারের কোপা দেল রে নিয়ে বেতিস তাদের ১১৫ বছরের ইতিহাসে চতুর্থ শিরোপার স্বাদ পেল। ২০০৫ সালে কোপা দেল রে জয়ের আগে সেভিয়া শহরের দলটি ঘরে তুলেছে ১৯৩৫ সালের স্প্যানিশ লিগ ও ১৯৭৭ সালের কোপা দেল রে। ২০০৪-০৫ মৌসুমের সেই কোপা দেল রে জয়ের পর এই প্রথম মেজর কোনো শিরোপা জিতল দলটি। স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদকে ছাড়া হলো কোনো ফাইনাল। কাতালান দলটি এবার বিদায় নেয় শেষ ষোলো থেকে, মাদ্রিদের দলটি ছিটকে পড়ে কোয়ার্টার-ফাইনাল থেকে।
স্পেনের সেভিয়া শহরের ক্লাব বেতিস। এদিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটিও তারা খেলেছে নিজেদের শহরে, লা কার্তুহা স্টেডিয়ামে। ১৭ বছরের শিরোপার খরা নিজেদের শহরের মাঠে কেটেছে বলে আনন্দটা যেন একটু বেশিই বেতিসের। ম্যাচ শেষে বেতিসের অধিনায়ক হোয়াকিন বলেছেন, ‘অনেক বছর পর আবার শিরোপা জিতেছি আমরা নিজেদের শহরে। নিজেদের সমর্থকদের সামনে শিরোপা জিততে পারাটা দারুণ এক ব্যাপার।’
১৭ বছর আগে ২০০৫ সালে ওসাসুনাকে হারিয়ে কোপা দেল রে জেতা বেতিস দলেও ছিলেন হোয়াকিন। ৪০ বছর বয়সী হোয়াকিন বেতিসের হয়ে দুটি শিরোপা জেতা প্রথম খেলোয়াড়। শীর্ষ পর্যায়ের ফুটবলে টানা ২১ বছর খেলা হোয়াকিন আগেই ঘোষণা দিয়েছিলেন, এ মৌসুমই তার শেষ। শেষটা শিরোপার রঙে রেঙেছে বলে আনন্দের অন্ত নেই হোয়াকিনের। হোয়াকিন ক্যারিয়ারের আর একটি শিরোপাই জিতেছেন, সেটিও কোপা দেল রে ট্রফি। মজার ব্যাপার, ১৪ বছর আগে সেবার ট্রফি নিয়ে হোয়াকিন উল্লাস করেছিলেন এদিনের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার হয়ে! আনন্দ করতে করতেই প্রতিপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন বেতিস অধিনায়ক, ‘এই শিরোপা জয় অনেক বছরের পরিশ্রমের ফল। অনেক প্রচেষ্টায় আমরা ধীরে ধীরে নিজেদের গড়ে তুলেছি। ভ্যালেন্সিয়াকে ধন্যবাদ। কারণ তারাও যদি ম্যাচটি জিতত, প্রাপ্য জয়ই পেত তারা। দুর্দান্ত একটা ম্যাচই হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।