Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্গীতে ফিরছেন লিনজি লোহান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

১২ বছর পর অভিনেত্রী লিনজি লোহান গানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
শিশু অভিনয়শিল্পী থেকে ব্যবসায় ব্যস্ত হয়েছেন লোহান। মাঝে তিনি গানও রেকর্ড করেছেন। ৩০ সেকেন্ডের একটি ক্লিপ পোস্ট করে তিনি লিখেছেন : “আমি ফিরেছি!” এই ক্লিপে তার ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ের ভিডিও অন্তর্ভুক্ত করা হয়েছে আর সঙ্গে সংবাদ পাঠকদের কণ্ঠে তার নামের প্রতিধ্বনি। এছাড়া রেড কার্পেটে, গ্রীসের এক পার্টিতে, পাপারাতজিদের হাতে হেনস্তা হতে এবং তার ২০০৪ সালের হিট গান ‘রুমার’-এর মিউজিক ভিডিওর অংশও আছে এতে।
২০১৯ সালের আগস্টে তিনি তার ‘য্যানেক্স’ গানটি সম্পর্কে আভাস দিয়েছিলেন। দুবাইয়ের ভার্জিন রেডিওর ‘দ্য ক্রিস ফেইড শো’তে তার এই গানটির প্রিভিউ হয়েছিল। তিনি মিউজিক ভিডিও অংশ ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন । গানটি পরে হারিয়ে যায় এটি আর মুক্তি পায়নি।
২২০ সালে লোহান প্রথমবারে মত সঙ্গীতে ভাগ্য পরীক্ষা করেন। তার অভিনয়ে ‘ফ্রিকি ফ্রাইডে’ চলচ্চিত্রে ‘আল্টিমেট’ গানটি দিয়ে প্রথম তার সঙ্গীতে পরিচিতি হয়। তবে গায়িকা হিসেবে তিনি স্বীকৃতি লাভ করেন ‘কনফেশন অফ আ টিনএইজ ড্রামা কুইন’ চলচ্চিত্রে গান গেয়ে।
তার অভিষেক অ্যালবাম ‘স্পিক’ মুক্তি পায় ২০০৪ সালে। ২০০৫-এ বেরোয় ‘আ লিটল মোর পারসোনাল (র)’ অ্যালবামটি। তার শেষ অ্যালবাম ‘বসি’ মুক্তি পায় ২০০৮ সালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ