প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী হিসেবে মোটামুটি জনপ্রিয় ছিলেন মেগান মার্কেল। ব্রিটিশ রাজপরিবারে বিয়ের পর ঘর-সংসারে মনোযোগী হন। কিছুদিন আগে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেল রাজপরিবারের ছত্রছায়া থেকে বেরিয়ে নতুন জীবন শুরু করেছেন। বসবাস করছেন কানাডায়।
এরই মাঝে নতুন খবর, সাবেক অভিনেত্রী এবার নিজের ক্যারিয়ারে ফিরছেন। তবে সরাসরি অভিনয়ে ফিরছেন না মেগান। আফ্রিকান হাতিদের পরিবার নিয়ে তৈরি একটি ছবিতে কাজ করতে চলেছেন। সেখানে ন্যারেটর হিসেবে তাকে শোনা যাবে।
গত বৃহস্পতিবার এক টুইটে ডিজনি জানায়, নতুন একটি ডকুমেন্টারি তৈরি হতে চলেছে। আফ্রিকার কালাহারি মরুভ‚মিতে কীভাবে হাতিরা বাস করে সেই প্লট এর কাহিনী।
‘ডিজনিনেচারস এলিফ্যান্ট’ ছবিটি মেগান বর্ণনা করবেন। এপ্রিলের ৩ তারিখ থেকে দেখা যাবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে। অর্থাৎ, সরকারিভাবে যেদিন ‘সিনিয়র রয়্যাল’-এর পদ থেকে সরে দাঁড়াবেন মেগান ও হ্যারি তার তিন দিন পরেই হবে এই ছবির মুক্তি। সূত্র : ইভনিং স্টান্ডার্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।