নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাস আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তাই ঘরোয়া ফুটবলের মর্যাদাপুর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ সংস্করণের খেলা এক ভেন্যুতে আয়োজনের চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টি নিয়ে আগামী শনিবার জরুরি সভায় বসছে তারা। গতকাল এ তথ্য নিশ্চিত করেন স্বয়ং বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও টিসি স্পোর্টস ক্লাবের মধ্যেকার এএফসি কাপের ম্যাচের বিরতিতে সালাউদ্দিন সাংবাদিকদের বলেন,‘করোনাভাইরাস নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আন্তর্জাতিক খেলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে আজকের পর থেকে। এ অবস্থায় আমরা বিপিএলের খেলা বন্ধ না করে একটি ভেন্যুতে ম্যাচ আয়োজন করা যায় কিনা তা নিয়ে চিন্তা-ভাবনা করছি। আর এই সিদ্ধান্ত নিতেই শনিবার বাফুফের জরুরী সভা হবে, প্রফেশনাল লিগ কমিটির সভাও হবে। আমরা লিগটা বন্ধ রাখতে চাই না। তাতে ক্লাবগুলো ক্ষতিগ্রস্থ হবে। তাদের অনেক ফিন্যান্সিয়াল ইনভলমেন্ট আছে।’ তিনি যোগ করেন,‘ কোনো ক্লাব আমাদের কাছে এ নিযে দাবি করেনি। আমরা নিজেদের দায়িত্ববোধ থেকেই এ বিষয়টি নিয়ে ভাবছি।’
এমন পরিস্থিতিতে আগামী ২০ এপ্রিল নির্ধারিত বাফুফে নির্বাচন হবে কিনা? এই প্রশ্নের জবাববে সালাউদ্দিন বলেন,‘নির্বাচন তো অনেক দেরি। তাছাড়া আমি তো একটা কমিটমেন্ট করেছি ভোট নির্ধারিত সময়ের আগেই হবে, পরে নয়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।