Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আতঙ্কে পুরুষশূন্য থানাকান্দি

নির্বাচন পরবর্তী সহিংসতা

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

নির্বাচন পরবর্তী সহিংসতায় পুরুষশূন্য হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের থানারকান্দি গ্রাম। গ্রেফতার আতঙ্কে শত শত লোক পালিয়ে বেড়াচ্ছে।
নৌকার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালানো হচ্ছে। মেয়েদের পাঠানো হয়েছে অন্যত্র। জমির পাকা ধান কাটতে না পারায় জমিতেই ঝরে নষ্ট হচ্ছে। দাঙ্গা বন্ধে গ্রামে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। তারপরও থেমে নেই ভাঙচুর আর লুটপাট।
জানা যায়, ৩১ মার্চ উপজেলা নির্বাচনের পরদিন সংঘর্ষ হয়। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান আর নৌকার সমর্থক কাউসার মোল্লার সমর্থকদের মধ্যে। নির্বাচনে দোয়াত-কলম প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির বিজয়ী হন। সংঘর্ষে কাউসার মোল্লার সমর্থকদের ঘর-বাড়ি ভাঙচুর, লুটপাট আর অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের ঘটনায় নবীনগর থানার এসআই জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ১২শ’ জনকে আসামি দায়ের করে। মামলা হওয়ার পর থেকেই গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন কাউসার মোল্লার সমর্থকরা।
তাদের অভিযোগ, নৌকার নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থী পক্ষের জিল্লুর রহমানের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে বাড়ি ঘরে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। গ্রাম ছাড়া করা হয়েছে। ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও তার লোকজন এসব ঘটনার নেতৃত্ব দেয়। পুলিশও তাদের হয়ে হয়রানী করছে।

সরজমিনে ঘুরে দেখা গেছে, কমপক্ষে ৫০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া বাড়িঘর। ঘরের আসবাবপত্র ভেঙে ফেলা হয়েছে। পুলিশের ভয়ে ধান কাটার শ্রমিকরা চড়া মূল্যেও গ্রামে আসতে রাজি হচ্ছে না।
থানাকান্দি গ্রামের গ্রামের হেনা বেগম বলেন, রাতে বাড়িতে থাকতে পারিনা। মেয়েদের অন্যত্র সরিয়ে রেখেছি। পুলিশও হুমকি দিতেছে ধরে নিয়ে যাবে। মেরে ফেলবে। ছেলের বিদেশে যাওয়ার টাকাও লুট হয়েছে।
বড়াইল ইউনিয়নের রাধানগর গ্রামের আনোয়ারা বেগম জানান, চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে জমির ধান কাটতে হয়। কানি পিছু ১ হাজার টাকাও দিতে হয়। চেয়ারম্যান জিল্লুর আর তার ভাই-ভাতিজারা বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে ঘরে আগুন দিয়েছে। ১৮ দিন ধরে বাড়ি ছাড়া। তিনি ছাড়াও মোস্তাকিম, হোসেন, খোকন, স্বপন ও জহির মিয়ার বাড়ি ও দোকানে হামলা-ভাঙচুর হয়েছে। থানাকান্দি ছাড়াও উত্তর লক্ষীপুর, সাতঘরহাটি ও গৌরনগর গ্রাম অশান্ত নির্বাচনোত্তর এই বিরোধে।
বৃদ্ধ আসাদ আলী জানান, পুলিশের ভয়ে চার ছেলের কেউই বাড়িতে নেই। পাকা ধান কাটতে পারছি না। বৃদ্ধা মজলিশ বেগম জানান, চেয়ারম্যানের লোকজন বাড়িতে ঢুকে লাঠি দিয়ে মেরেছে। আক্তার মিয়া বলেন, নৌকার নির্বাচন করায় জিল্লুর চেয়ারম্যান ও তার লোকজন হামলা চালায়।

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। থানাকান্দি গ্রামে পুলিশের অস্থায়ী ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই কামাল হোসেন পক্ষপাতিত্বে অভিযোগ অস্বীকার করে বলেন, পরবর্তী সংঘর্ষ এড়াতে সার্বক্ষনিক নজর রাখছি। নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, পুলিশ নৌকা বা দোয়াত কলম কারো পক্ষেই পক্ষপাতিত্ব করে কাউকে ধরছে না। যারা সংর্ঘষে লিপ্ত ছিল তদন্ত করে তাদেরকেই ধরা হচ্ছে। এখন পর্যন্ত উভয় পক্ষের ৩০ জনকে আটক করা হয়েছে। নিরাপরাধ কাউকে পুলিশ ধরছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আতঙ্কে পুরুষশূন্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ