Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সবার মাথাব্যথা কেন?’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

তার শরীর, প্লাস্টিক সার্জারি, চেহারার মাপ নানা জিনিস নিয়ে হচ্ছে ট্রোলিং। বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান অনবরত বিভিন্নভাবে সমালোচনার শিকার। যদিও সমালোচকদের কট‚ক্তিতে বিচলিত না হয়ে উল্টো তাদেরই এক হাত নিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে দুটি ছবির কোলাজ পোস্ট করে শ্রুতির সরাসরি জবাব, ‘এসবে মোটেই পাত্তা দিতে চাই না। কেন রোগা, কেন শরীরের হাড় দেখা যায়-তার উত্তর দিতে বাধ্য নই।’ ঠোঁট ও নাকে প্লাস্টিক সার্জারি করা নিয়ে বার বার ট্রোলড হয়েছেন নায়িকা। সে প্রসঙ্গে শ্রুতির জবাব, ‘হ্যাঁ আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি। কিন্তু আমি তো এর প্রচার করছি না।’
তিনি আরো বলেন, শারীরিক পরিবর্তন খুবই কষ্টকর। কিন্তু কাউকেই এভাবে বিচার করা ঠিক নয়। আমার শরীর আমি বুঝবো! এ নিয়ে সবার এত মাথাব্যাথা কেন?
শ্রুতির আবেদন, ভালোবাসা ছড়িয়ে দিন, ভালো থাকুন। আমি রোজ নিজেকে ভালোবাসতে শিখছি। কারণ আমার জীবনের সবচেয়ে বড় প্রেম কাহিনী আমার সঙ্গে এবং আশা করি আপনারও তাই।
এর আগে বেশ কয়েকবার শ্রুতির ছবি নিয়ে ট্রোল করা হয়েছে। সেকথা নিজেই শেয়ার করেছিলেন তিনি। অনেকেই তার ছবিতে লিখেছিলেন বুড়ি দেখাচ্ছে তাকে। এরই সঙ্গে সমালোচনা করা হয়েছে ‘কী রোগা তুমি’ বলে।
বলা হয়েছিল, আপনার মুখে কোনও ঔজ্জ্বল্য নেই। আপনাকে অসুস্থ লাগছে। শেষ ২০১৭ সালে ‘বহেন হোগি তেরি’ ছবিতে দেখা গেছে কমল হাসানের মেয়ে শ্রুতিকে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ