Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরস্কারে আস্থা নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

বলিউডে সোনাক্ষী সিনহার অভিনয়ের এক দশক হয়েছে। তার ছবির সংখ্যা ২০টির বেশি। ‘দাবাংকন্যা’ হিসেবে পরিচিত এই অভিনেত্রী ক্ষোভ ঝাড়লেন চলচ্চিত্র পুরস্কার নিয়ে। শুধু তাই নয়, কথা বললেন সিনেমা বাগাতে প্রযোজকদের কাছে নায়িকাদের তদবিরের বিষয় নিয়েও।
সোনাক্ষী বলেন, ‘এখানে বন্ধু আসে, বন্ধু যায়। বলিউডে সব সুসময়ের বন্ধু। তদবির করে কাজ বাগানোর ব্যাপারে আমি কখনোই ভাবিনি। কখনো কোনো প্রযোজকের কাছে গিয়ে কাজ ভিক্ষা চাইনি। নিজের যোগ্যতার ওপর আমার বিশ্বাস ছিল। কাজ যোগ্যতা দিয়েই পেয়েছি।’
কারো কথায় কান দেন না শত্রুঘ্ন সিনহার কন্যা। তার কাছে নিজের আদর্শই সবচেয়ে বড়। সোনাক্ষী বলেন, ‘আমি আদর্শ মেনে কাজ করি। আমার কাজ ও ক্যারিয়ার নিয়ে আমি খুশি।’
বলিউডের পুরস্কার-সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন এই বলিউড অভিনেত্রী। তার ভাষায়, যোগ্যদের পুরস্কার দেওয়া হয় না। তিনি বলেন, ‘আমির খান, কঙ্গনা রনৌতের মতো শিল্পীদের দিয়ে প্রমাণ হয়েছে, ভালো কাজ করলেও পুরস্কার দেওয়া হয় না। যদি কারো বন্ধু হওয়ার কারণে পুরস্কার দেওয়া হয়, তাহলে আমায় ক্ষমা করুন। এ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি খুশি দর্শক আমায় পুরস্কার দেন।’
লুটেরা ছবির জন্য এক চলচ্চিত্র পুরস্কার আসরে সোনাক্ষী ক্রিটিকস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু অ্যাওয়ার্ডটি চলে যায় জনপ্রিয় শাখায় পুরস্কার পাওয়া শিল্পীর কাছে। এতে বেশ ব্যথিত হন সোনাক্ষী।
তিনি বলেন, ‘এটা সত্যি অদ্ভুত ছিল। আমি সংগঠকদের প্রশ্ন করি যে ক্রিটিকস পুরস্কার কী করে সেই নায়িকাকে দেওয়া হলো, যে ইতোমধ্যে জনপ্রিয়তার নিরিখে পুরস্কার পেয়েছেন। তখন আমাকে বলা হয় যে সেই নায়িকার বক্স অফিস রেকর্ড বেশ ভালো। এ কথাটা আমার ঠিক হজম হয়নি। এরপর থেকে পুরস্কারের প্রতি আমার ভরসা উঠে গেছে।’ সূত্র : নিউজ ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ