Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে নকল রেভিনিউ স্ট্যাম্পসহ ২ প্রতারক আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

রাজধানীর মিরপুর এলাকায় ১০ হাজার পিস নকল রেভিনিউ স্ট্যাম্প ও বিভিন্ন ধরনের নকল স্ট্যাম্পসহ দুই প্রতারককে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন- রমিজ উদ্দিন (৪৫) ও মো. ওমর আলী (৩৮)। গতকাল র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল ঢাকার মিরপুরে অভিযান চালায়। এ সময় নকল রেভিনিউ স্ট্যাম্প বিক্রয়ের উদ্দেশ্যে অপেক্ষমান ঝালকাঠীর রমিজ উদ্দিন ও মানিকগঞ্জের মো. ওমর আলীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ হাজার পিস নকল রেভিনিউ স্ট্যাম্প ও বিভিন্ন ধরনের নকল স্ট্যাম্প উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা দীর্ঘদিন থেকে ঢাকার বিভিন্ন এলাকায় এসব নকল রেভিনিউ স্ট্যাম্প পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছিল। তারা পটুয়াখালি থেকে নকল রেভিনিউ স্ট্যাম্প সংগ্রহ করতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ট্যাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ