Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাল স্ট্যাম্পসহ গ্রেফতার ১

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

রাজশাহীর বাঘায় বুধবার সন্ধ্যা স্থানীয় জনতা জাল স্ট্যাম্পসহ আজিজুল হক নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

থানা সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ কোর্ট এলাকা তাকে আটক করা হয়। বাঘা দলিল লেখক সমিতির কয়েকজন সদস্যসহ উপস্থিত লোকজন তার ব্যাগ তল্লাশী করলে একশত, দেড়শত এবং দুইশত টাকা মূল্যের প্রায় দুই লক্ষ টাকার স্ট্যাম্প ও দশ টাকা মূল্যের জাল ৬ শত টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প এবং কিছু ডেমিসহ একটি যন্ত্র পায়।
পরে তারা পুলিশে খবর দিলে ঘটনা স্থলে পুলিশ আসে এবং তাকে থানায় নিয়ে যায়।

বাঘা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু জানান, তার লাইসেন্স চাঁপাইনবাবগঞ্জ জেলার। অথচ তিনি স্ট্যাম্প বিক্রী করতে এসছেন রাজশাহী জেলার বাঘা উপজেলায়। এটা আইনগত ভাবে ঠিক নয়। তার পরেও তার কাছে রয়েছে নকল স্ট্যাম্প। এ কারনে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

বাঘা থানা ওসি সাজ্জাদ হোসেন জানান, আজিজুল হক এর কাছে নগদ আঠাশ হাজার টাকা, জাল স্ট্যাম্প এবং একটি যন্ত্র পাওয়া গেছে। তার নামে নিয়মিত ধারায় রাষ্ট্রের সাথে জালিয়াতি করার অপরাধে একটি মামলা হয়েছে। গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ