Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একটি ‘ম্যাজিক বাস’ এবং...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ১২:০১ এএম

কয়েক দশক পরে আলাস্কার ‘স্ট্যাম্পেড ট্রেইল’ থেকে পরিত্যক্ত একটি বাস উদ্ধার করা হয়েছে। বাসটি নিয়ে নানা কৌতূহল রয়েছে। কৌতূহল থেকে সেখানে যাওয়ার চেষ্টা করেছেন অনেকে। কিন্তু পৌঁছাতে পারেননি তারা। মৃত্যু ঘটেছে অনেকের। ফলে বাসটিই সেখান থেকে সরিয়ে ফেলা হয়। তবে স্থলপথে নয়, হেলিকপ্টারে করে উড়িয়ে নেয়া হয়েছে ওই বাস। বৃহস্পতিবার বিকেলে তারা ওই বাসটি উদ্ধার করে। বাসটি ‘ফেয়ারব্যাঙ্কস বাস ১৪২’ নামে অথবা ‘ম্যাজিক বাস’ নামেও পরিচিত। ১৯৯৬ সালে জন ক্রাকুউয়ার তার একটি বই ‘ইনটু দ্য ওয়াইল্ড’-এ এই বাসের কথা উল্লেখ করেন। তখন থেকেই এই ধ্বংসপ্রাপ্ত বাসটি যেন এক তীর্থস্থান হয়ে ওঠে লোকজনের কাছে। জন ক্রাকুউয়ারের বই প্রকাশের পর ২০০৭ সালে এ নিয়ে একটি ছবি বানানো হয়। এরও নাম দেয়া হয় ‘ইনটু দ্য ওয়াইল্ড’। ফলে মানুষের মধ্যে বাধভাঙা কৌতুহল দেখা দেয়। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ট্যাম্পেড-ট্রেইল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ