Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তবুও স্ট্যাম্পিং মিস করা মুশফিকে আস্থা মাশরাফির

মিরপুরে ওয়ানডে উইকেটে সেঞ্চুরি ০ টু ডাব্লুউ’র পাশে সাকিব

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সিরিজের প্রথম ম্যাচে বাঁ হাতি স্পিনার রাজ্জাক রাজকে টপকে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বাধিক উইকেট শিকারীর রেকর্ডটা করে ফেলেছেন আর এক বাঁ হাতি স্পিনার সাকিব আল হাসান। এমন কৃতি’র দিনে দেশের হয়ে তিন ফরমেটের ক্রিকেটে সর্বাধিক উইকেটে অনন্য রেকর্ডটাও করে ফেলেছেন সাকিব। লাকি ভেন্যু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গতকাল আর একটি মাইলফলকে নিজেকে আরো উচ্চতায় নিয়ে গেলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এক ভেন্যুতে উইকেট শিকারের সেঞ্চুরিতে এতোদিন এতোদিন ছিল শুধুই পাকিস্তান দুই লিজেন্ডারী পেস বোলার ‘টু ডাব্লুউ’ খ্যাত ওয়াসিম আকরাম (৭৭ ম্যাচে ১২২ উইকেট) ওয়াকার ইউনুস (৬১ ম্যাচে ১১৪ উইকেট। সারজায় ওই দুই কৃতিমানের কৃতি’র পাশে গতকাল মিরপুর শের-ই-বাংলাকে বসিয়েছেন পাশে সাকিব। লক্ষ্য পূরণের জন্য গতকাল দরকার ছিল সকিবের ৪ উইকেট, সেই ল্যান্ডমার্কে পৌঁছুতে গতকাল ৪ উইকেটের সেই প্রয়োজন মিটিয়েছেন (৪/৪৭)। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাকিব উইকেট শিকারের সেঞ্চুরি পূর্ণ করেছেন (৭০ ম্যাচে ১০০ উইকেট)।
সাকিবের এমন দিনে আফগানিস্তানের কাছে ২ উইকেটে হেরে কি লজ্জাই না দিয়েছে দেশকে মাশরাফির দল। হাতছাড়া হতে থাকা ম্যাচে বাংলাদেশকে শ্লগে ফিরিয়ে এনেছিলেন মাশরাফি, মোসাদ্দেক, সাকিব। ১৮ বলে ১৩ রানের চ্যালেঞ্জে পড়ে আফগানিস্তানের হাতের মুঠো থেকে ম্যাচ বের করে আনার সুযোগটাও পেয়েছিল বাংলাদেশ ৪৭তম ওভারে। মোসাদ্দেকের বলে হাফপীচে এসে অবধারিত স্ট্যাম্পিংয়ে নিজের মৃত্যু পর্যন্ত কামনা করেছিলেন নজিবুল্লাহ জাদরান। অথচ, চায়ের কাপে চুমুক দিয়ে যে স্ট্যাম্পিং করা যেতো, সেই সহজ সুযোগ হাতছাড়া করেছেন উইকেট কিপার মুশফিকুর। ৬ মাস আগে বেঙ্গালুরে ভারতের কাছে বাংলাদেশের হারে খলনায়ক মুশফিকুর অপরিনামদর্শি শটে নিজেকে বিলিয়ে দিয়ে। গতকালও সেই মুশফিকুরই খলনায়ক। তারপরও অভিযোগের তীরে মুশফিকুরকে বিদ্ধ করতে চাইছেন না মুশফিকÑ‘এর থেকে ভালো ক্যাচ কঠিন পরিস্থিতির ম্যাচে মুশফিক নিয়েছে। কোনো কারণে সে মিস করে ফেলেছে। মুশফিকের ওই সুযোগ হাতছাড়া হওয়ায় আগেই ম্যাচে হেরে গেছি আমরা।’
মাশরাফির অভিযোগের তীব বরং বিদ্ধ হয়েছে ব্যাটসম্যানদের দিকেÑ‘ আজ (গতকাল) যে উইকেট ছিল তাতে ২৪০ বা ২৩০ হতে পারতো ভাল স্কোর। কিন্তু আমরা সেট হয়ে আউট হয়েছি।’ স্লো উইকেটকেও অভিযুক্ত করছেন তিনিÑ‘ প্রথম ম্যাচে আমরা ফ্ল্যাট উইকেটে খেলেছি। ফ্ল্যাট উইকেটে খেলতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। ব্যাটসম্যানদের জন্য ভালো হয়।’ আফগানিস্তানের ৫ম জুটির ১০৭ও বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে ফেলেছে বলে মনে করছেন মাশরাফিÑ‘যখন ২০৮ করেছি, তখনো আত্মবিশ্বাসী ছিলাম। উইকেটে কিছুটা শিশির ছিল তারপরও পরিকল্পনামত আমরা ওদের চারটি উইকেট ফেলেও দিয়েছিলাম। তারপর আসগর ও নবীর বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি। বেশ কিছু রান বেরিয়ে গেছে। যে ব্রেক থ্রু পেয়েছি.তা অনেক আগে দরকার ছিল।’
এই ম্যাচ জিতেও উৎসব করেনি আফগানিস্তান। উৎসবটা জমা রেখেছে তারা সিরিজ জয়ের জন্য। ম্যাচ সেরা মোহাম্মদ নবী সেই ঘোষনাই দিয়েছেনÑ‘প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে নিজেদের মধ্যে অনেক কথা বলেছি। ক্যাচ মিস করা যাবে না, এটাই ছিল পণ। শেষ ম্যাচে আমরা সেরাটা দিতে চাই, তারপরও না হয় উৎসব করব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তবুও স্ট্যাম্পিং মিস করা মুশফিকে আস্থা মাশরাফির
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ