শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
বহমান নদীর ন্যায় জীবন ছুটছে দিগ্বিদিক
বিরামহীন চলছে দুর্গম পথের যাত্রা
ক্ষণিকের কণ্টকাকীর্ণ জীবনপ্রবাহ
ক্রমাগত চলছে অন্তের শেষ মাত্রা।
বৈচিত্র্যময় বসুধার মোহ আর প্রতিপত্তি
অবরুদ্ধ করে রাখে প্রতিটি প্রহর
ক্ষণেক্ষণে আত্মিক প্রশান্তির হয় অবসান
তিলেতিলে অগ্রসর হয়, সে এক বিষাদময় শহর।
কচুরিপানার মত জীবন ভাসমান থাকে অথৈ জলে
আকস্মিক ঢেউ এসে চূর্ণবিচূর্ণ করে সব
বিলীন হয়ে যায় মানবাত্মার অস্তিত্ব!
ততোক্ষণে সাঙ্গ হয়ে যায় আয়োজন, কলরব।
নশ্বর এই ধরাধাম, সব কিছুই হবে ধ্বংস
নিভে যাবে জীবনের প্রদীপের আলোর বিচ্ছুরণ
আশা ও স্বপ্নের হবে পরিসমাপ্তি
ঘটবে না আর প্রাণ জাগানিয়া শিহরণ!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।