Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৩ পিএম

শেরপুরে দশম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মো. সজীব মিয়া
(২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন
ট্রাইব্যুনালের বিচারক ড. ইমান আলী শেখ একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায়
ঘোষণা করেন। একইসাথে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের
কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি সজীব মিয়া নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা
গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম
কিবরিয়া বুলু জানান, প্রেমপ্রস্তাব প্রত্যাখান করায় ২০২১ সালের ১৬ জুন
রাতে একই এলাকার দশম শ্রেণির ছাত্রী ও দরিদ্র পরিবারের মেয়ে (১৬) কে
বসতঘরে গিয়ে ধর্ষণ করে সজীব মিয়া। স্কুলছাত্রীর ডাক-চিৎকারে পরিবারের
লোকজন সজীব মিয়াকে হাতেনাতে আটক করে। ওই ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী
হয়ে সজীব মিয়াকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় একটি ধর্ষণের মামলা
দায়ের করেন। তদন্ত শেষে এসআই আব্দুর রহীম একই বছরের ১৮ আগস্ট আদালতে
অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম চিকিৎসক ও তদন্ত
কর্মকর্তাসহ ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ