Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তুমি

উজ্জ্বল দত্ত | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

তুমি তোমার মত থেকো

তোমাকে নিয়ে আমার কত রকম আয়োজন
তাইতো সাদা কাগজে আমার মনের কথা লিখেছি
আর আমার বরেষুদের নিমন্ত্রণ পাঠিয়েছি
এইতো এসে পড়ল বৈকি!
ঢেউ তুলুক নীলের নীলাভ অশ্রুজলে
আজ অঝোর ধারায় বৃষ্টি ঝরুক
মলিনতার ক্লান্তি সমাপ্ত হউক পৃথিবীতে,
একপেশে জীবনের সমস্ত আকাঙ্খা সেও
জড়তা কাটিয়ে পত্র পল্লবে পল্লবীত হউক
সবুজের নব জাগরণে ঢেউ তুলুক নতুন করে।
যে নারী ভালোবেসে ভালবাসার স্বীকৃতি দেয়না
সিঁথির সিঁদুরের তাৎপর্য বুঝেও বুঝেনা
তাকে নিয়ে সুখের নগরীতে ঘরবাঁধার স্বপ্ন,
নীলের নীলাভ অশ্রুজলে জীবনকে সপে দেয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুমি

৬ মার্চ, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন