Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাব্বির নাসিরের নতুন গান তুমি দমে দম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ১২:১৬ এএম

‘হর্ষ’, ‘ফুল ফোটাবো’, ‘ফাগুন আসছে’, ‘জল জোছনা’, ‘পোকা’, ‘আমারে দিয়া দিলাম তোমারে’, ‘মৃত জোনাকি’সহ বেশ কয়েকটি গানচিত্র প্রকাশ করে আলোচনায় আসেন সঙ্গীতশিল্পী সাব্বির নাসির। এ ধারাবাহিকতায় নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। তার নতুন গানের শিরোনাম ‘তুমি দমে দম’। বান্দরবান শহরের বিভিন্ন লোকেশনে নতুনন গানটির শুটিং হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন ওমর ফারুক বিশাল। মিউজিক কম্পোজ করেছেন জাহিদ নিরব। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। নতুন গান নিয়ে শিল্পী সাব্বির নাসির বলেন, এর আগে বিশালের লেখা একটি গান ‘আমারে দিয়া দিলাম তোমারে’ গেয়ে অনেক মানুষের ভালবাসা পেয়েছি। এবার এলো বিশালের ‘তুমি দমে দম’। নিরব খুব সুন্দর সঙ্গীতায়ন করেছেন। চেষ্টা করেছি গানের ভাবকে অনুসরণ করে আত্মার জগতে প্রবেশ করতে। আশা করি, গানটি শ্রোতাদের ভাল লাগবে। কারণ, এ ধাঁচের মিউজিক ভিডিও সচরাচর দেখা যায় না। শাহরিয়ার পলক বলেন, বেশ বড় কনটেন্ট এটি। গানটিও সুন্দর। ভালো একটি কাজ সকলকে উপহার দেয়ার সাধ্যমত চেষ্টা করেছি। আশা করি, এটি সকলের ভালো লাগবে। সাব্বির নাসিরের নিজের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুমি-দমে-দম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ