প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দীর্ঘদিন ইথুন বাবুর কথা-সুরে গান করেননি আসিফ আকবর। সম্প্রতি এই জুটি একটি নতুন গান উপহার দিতে যাচ্ছেন। ঈদ উপলক্ষে সাউন্ডটেক এর ব্যানারে রিলিজ প্রকাশিত হযেছে এর মিউিজিক ভিডিও ‘তুমি ছাড়া আমি একা‘। ইথুন বাবুর কথা-সুরে এ গানে ইসফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাহরিয়া লিপি। ইথুন বাবু বলেন, শ্রোতাভক্তরা নতুন কিছু পাচ্ছেন এবং গানটা ভালো লাগবে বলে আশা করছি। আসিফকে নিয়ে কিছু বলার নেই। তবে শাহরিয়া লিপি'র চমৎকার গায়কী শ্রোতাদের খুব ভালো লাগবে। শাহরিয়া লিপি ছোট থেকেই গানের সাথে যুক্ত, এ গানের মধ্যে তার যোগ্যতা নতুন করে প্রমানিত হবে। আসিফ আকবর বলেন, বিরাট আয়োজনে মিউজিক ভিডিওর যে চল তৈরি হয়েছে, তার থেকে নিজেকে দূরে রেখেছি। এবার বাবু ভাইয়ের অনুরোধে করতে হল। আশা করছি, দ্বৈত এই গানটি শ্রোতাদের ভালো লাগবে।‘
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।