প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : আসছে ঈদে স্যাটেলাইট চ্যানেলে আরটিভিতে প্রচারের লক্ষ্যে গত শুক্রবার থেকে সালাহ উদ্দিন লাভলু নির্মাণ শুরু করেছেন ছয় পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘বউ তুমি কার’। এটি রচনা করেছেন কাজী শাহেদুল ইসলাম। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী শর্মীমালা। লাভলুর নির্দেশনায় এবারই প্রথম শর্মী কাজ করছেন। গল্পের ধারাবাহিকতায় এতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, মীর সাব্বির, শামীমা তুষ্টি, শ্যামল মাওলা, লাবণ্য লিজা ও হিমি। সালাহ উদ্দিন লাভলু বলেন, ‘এ নাটকে যারা অভিনয় করছেন তাদের প্রত্যেকই যার যার চরিত্রে এক কথায় অসাধারণ অভিনয় করছেন। আমার নির্দেশনায় এবারই প্রথম কাজ করছে শর্মীমালা, শ্যামল মাওলা ও হিমি। তারাও খুব ভালো অভিনয় করছে। বিশেষত নাটকের নাম ভূমিকায় শর্মী দুর্দান্ত অভিনয় করছে। বউ তুমি কার-এর উত্তর পেতে হলে দর্শককে শেষ পর্ব পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। আশাকরি দর্শক নাটকটি দেখা মিস করবেন না।’ শর্মীমালা বলেন, ‘একই ধরনের কাজ করতে করতে বলা যায় আমি অনেকটা হাঁপিয়ে উঠেছিলাম। অভিনয় থেকে মনই উঠে যাচ্ছিল। লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করতে এসে নতুন করে আমাকে জানলাম। তিনি এখনো এতো ধরে ধরে কাজ করান যে মুগ্ধ না হয়ে পারা যায় না। চোখের নানা ধরনের উঠানামার যে এতো ধরনের ভাষা থাকে তা আমি লাভলু ভাইয়ের সঙ্গে কাজ করতে এসে জানলাম। তার নির্দেশনায় কাজ করতে এসে স্বস্তি পাচ্ছি।’ এদিকে সালাহ উদ্দিন লাভলু জানান আসছে ঈদের জন্য আরো কয়েকটি নাটক নির্মাণ করবেন। পাশাপাশি হিমেল আশরাফের নির্দেশনায় অভিনয়ও করবেন তিনি একটি নাটকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।