Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ওমরাহ পালনে যাচ্ছেন অহনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২০, ১২:১১ এএম

অভিনেত্রী অহনা আপাতত ধারাবাহিক নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন। তবে তার আগের অভিনয় করা ধারাবাহিক ও একক নাটকে নিয়মিত দেখা যাচ্ছে। বউ শাশুড়ি, ছায়াবিবি, লাকি থার্টিন ধারাবাহিকে তাকে দেখা যায়। অভিনয় কমিয়ে দেয়ার কারণ সম্পর্কে অহনা জানান, তিনি ওমরাহ পালনের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ৮ মার্চ তার জন্মদিন। এর পরপর ওমরাহ পালন করতে যাবেন। তিনি বলেন, ওমরাহ পালনের সব প্রস্তুতি নিচ্ছি, তবে যাওয়ার তারিখ এখনও চ‚ড়ান্ত হয়নি। ৮ মার্চ আমার জন্মদিন। এর পরপরই যাওয়া হবে এটা নিশ্চিত। আর ওমরাহ হজের জন্য কাজের সংখ্যাও কমিয়ে দিয়েছি। তাই মার্চ মাসে আমাকে কম পাওয়া যাবে। তিনি জানান, ওমরাহ পালন শেষে পুরোদমে কাজে নিয়মিত হবেন। এদিকে বেশ কিছু ধারাবাহিক প্রচার হলেও আপাতত একক নাটক ছাড়া কাজ করছেন না তিনি। স¤প্রতি অভিনয় করেছেন তপু খানের কবির খানের বুমেরাং, মাসুম আল জাবেরের জেরিন আনটোল্ড স্টোরি ও হাসিব হোসেন রাকিবের পেন ড্রাইভ নাটকে। নাটকগুলো নির্মিত হয়েছে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ