প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবার উপস্থাপনায় নাম লেখালেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে কোনো টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান উপস্থাপক হিসেবে নয়। তিনি উপস্থাপনা করছেন ইউটিউব চ্যানেলের একটি ট্রাভেল শো’র। অনুষ্ঠানটির নাম ফিস লাভার। মৌসুমী হামিদ বলেন, অভিনয়ের বাইরে অনেকদিন থেকে নতুন কিছু করার ইচ্ছে ছিলো। এ অনুষ্ঠানে বেশ বৈচিত্র আছে। অনুষ্ঠানটির কল্যাণে বিভিন্ন জেলায় জেলায় ভ্রমণ করা হচ্ছে। বিষয়টি আমার কাছে বেশ মজার মনে হলো। বলতে পারি এ কারণে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। এর বাইরে নতুন কোনো কিছু পেলে সেটির সঙ্গেও যুক্ত হবো। এদিকে বর্তমানে মৌসুমীর একাধিক ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেল প্রচার হচ্ছে। উল্লেখযোগ্য কয়েকটি হলো মীর সাব্বিরের পরিচালনায় চোরাকাঁটা, এসএ হক অলিকের জায়গীর মাস্টার, নজরুল ইসলাম রাজুর ঘরে বাইরে। প্রচারের অপেক্ষায় আছে ইমরাউল রাফাতের পরিচালনায় বিষয়টি পারিবারিক ও মুসাফির রনির তোলপাড় নামে দুটি ধারাবাহিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।