Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমি পোলার এবং টিনা ফে ২০২১-এর গোল্ডেন গ্লোব উপস্থাপনা করবেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

‘মিন গার্লস’খ্যাত দুই অভিনেত্রী এমি পোলার এবং টিনা ফে আগামী বছরের গোল্ডেন গ্লোব উপস্থাপনা করবেন। এই বছর রিকি জার্ভেস ৭৭তম গোল্ডেন গ্লোব উপস্থাপনার সপ্তাহ খানেক পরই এই ঘোষণা দেয়া হল। পোলার নিজেই একটি টিভি অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেছেন। “আর কোথাও এমন মজার কোনও জুটি নেই,” পোলার বলেন। এবার জার্ভেস পঞ্চম বারের মত হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ) আয়োজিত গোল্ডেন গেøাব অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন। তার উপস্থাপনা যথেষ্ট আনন্দদায়ক হলেও সমালোচিতও হয়েছে। জারভেস জানান এবারই তিনি এই অনুষ্ঠান শেষ উপস্থাপনা করলেন। ২০১৯-এর ১৮.৬ মিলিয়ন দর্শকের তুলনায় এবার দর্শক ছিল ১৮.৩ মিলিয়ন। ২০১৯-এ উপস্থাপনা করেছিলেন স্যান্ড্রা ও এবং অ্যান্ডি স্যামবার্গ। এইচএফপিএ’র প্রেসিডেন্ট লোরেনজো সোরিয়া বলেন, “সন্দেহ নেই টিনা আর এমির কমেডি কেমিস্ট্রি সংক্রামক, গোল্ডেন গেøাবের মঞ্চে এই গতিময় জুটিকে দেখতে আমাদের তর সইছে না।” টিনা ফে এবং এমি পোলার এর আগে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত পরপর তিনবার গোল্ডেন গেøাব অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। দুই অভিনেত্রীই এখন এনবিসির ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ