Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকাতের মুখোমুখি কঙ্গনা রানৌত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

অভিনেত্রী কঙ্গনা রানৌত স্মৃতিচারণ করতে গিয়ে জানিয়েছেন, চম্বলে ক্রাইম ড্রামা ‘রিভলভার রানি’র শুটিংয়ের সময় ফিল্মটির পরিচালক সাই কবির ক্রীবাস্তব তাকে বলেছিলেন তিনি ডাকাতদের মুখোমুখি হবার মত সাহসী। “আমরা চম্বলের সত্যিকারের লোকেশনে শুটিং করেছিলাম। পরিচালক আমাদের জানিয়েছিলেন, সেটি ঝুঁকিবহুল এলাকা সেখানে শুটিং করা নিরাপদ নয়, তবে ফিল্মটি যাতে বাস্তবানুরূপ হয় ঝুঁকির ধার না ধেরে আমরা সেখানেই শুটিং চালিয়ে যাই।” একটি টিভি অনুষ্ঠানে কঙ্গনা তার ২০১৪তে মুক্তিপ্রাপ্ত ফিল্মটির স্মৃতিচারণ করছিলেন। তিনি জানান এলাকাটির অস্বাভাবিকতা বিষয়ে জাতে চাইলে নির্মাতারা জানায় সেখানে ডাকার আছে। “আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আমাদের এমন এলাকায় শুটিং করতে আনা হয়েছে কেন। আমাকে জানান হয় আমি তাদের মুখোমুখি হবার মত যথেষ্ট সাহসী,” অভিনেত্রীটি বলেন। উপস্থাপক তাকে জিজ্ঞাসা করেন তারা কোনও ডাকাতের মুখোমুখি হয়েছিলেন কিনা। “হ্যাঁ, আমরা শুটিং থেকে ফেরার পথে আমাদের সঙ্গে একদল ডাকাতের দেখা হয়। তারা আমার সঙ্গে সেল্ফি তোলার বায়না করেছিল। কবির সেসময় আমার পাশে ছিলেন,” কঙ্গনা বলেন। কঙ্গনা এখন তার ‘পাঙ্গা’ ফিল্মের প্রচারে ব্যস্ত আছেন। অশ্বিনী আয়ার তিওয়ারি পরিচালিত ফিল্মটিতে আরও অভিনয় করেছেন জাসসি গিল, রিচা চাদা এবং নীনা গুপ্তা। ফিল্মটি ২৪ জানুয়ারি মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ