মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বলিউডে আবারো শুরু হয়েছে # মিটু বিতর্ক। এবার ৬৫ বছরের এক প্রযোজকের বিরুদ্ধে পরিচিত মুখ মডেল-অভিনেত্রী মল্লার রাঠৌর বিস্ফোরক অভিযোগ এনেছেন। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন।
অভিনেত্রীর কথায়, ২০০৮ সালে ক্যারিয়ার শুরু করার সময় এমন ঘটনা ঘটে। বলিউডে পরিচিত এক প্রযোজক তাকে সিনেমায় অভিনয় করার অফার দেন। কিন্তু দেখা করতে গিয়েই তাকে পড়তে হয় এক অবাঞ্ছিত পরিস্থিতিতে।
মল্লার জানিয়েছেন, ছবিতে কাজ দেয়ার কথা বলে ওই প্রযোজক নাকি তার শ্লীলতাহানির চেষ্টা করতে থাকেন। শুধু তাই নয় রোল পেতে গেলে মল্লারকে নাকি বিবস্ত্র হতে হবে। এমন শর্তও দিয়েছিলেন সেই ব্যক্তি।
মল্লারের কথায়, উনি বলেন আমার জন্য একটি চরিত্র উনি ভেবেছেন। একই সঙ্গে এ-ও বলেন চরিত্রটি করতে গেলে আমায় টপ খুলে বিবস্ত্র হতে হবে। আর এ কাজ করতে পারলেই আমাকে তার ছবিতে ফাইনাল করা হবে বলেও জানান তিনি।
ঘটনার আকস্মিকতায় খুবই ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। কী করবেন কিছুই বুঝতে পারেননি প্রথমে। এখন অবশ্য বলিউডে বেশ ভালই পরিচিত লাভ করেছেন মল্লার। বেশ কিছু ওয়েবসিরিজ ছাড়াও বিজ্ঞাপন জগতের তিনি বেশ পরিচিত মুখ।
বলিউডে কাস্টিং কাউচের ঘটনা যে মিথ্যা নয় তার প্রমাণ অসংখ্যবার পাওয়া গেছে। গø্যামার জগতে প্রতিষ্ঠা দেয়ার শর্ত দিয়ে ফায়দা তোলার অভিযোগ অনেকবার শোনা গেছে। কাস্টিং কাউচের শিকার যে শুধু মহিলারাই হয়েছেন এমনটা ভাবা ভুল। পুরুষ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও সম্মুখীন হতে হয়েছে এমন ঘটনার। সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।