Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-ময়মনসিংহ রুটে যানজট

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ১২:৫২ পিএম

ঢাকা-ময়মনসিংহ রুটে যানজট। তবে ধীরে ধীরে চলছে ঈদযাত্রার গাড়ির বহর। ফলে অনেকটা শংকা নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। কখন যে পৌছবো বাড়ি এমন প্রশ্ন সবার মুখে।

আজ শনিবার সকাল থেকে এ সড়কের বিভিন্ন এলাকায় অবস্থান করে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, গাড়ির চাপে রাজধানীর অন্যতম প্রবেশ মুখ টঙ্গী-আবদুল্লাহপুরে যানজট রয়েছে। গাজীপুর চৌরাস্তা পর্যন্ত রয়েছে এই চাপ। ফলে গাড়ি চলছে ঢিমেতালে।

তৈরি পোশাককর্মী, নিম্ন আয়ের মানুষের ঢল এই পুরো ১২ কিলোমিটার জুড়ে। ফলে বাসগুলো মূলত যাচ্ছে আর যাত্রী নিচ্ছে। এ কারণেই এই জ্যাম। তবে পুলিশ, কমিউনিটি পুলিশ আর গাজীপুর সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ যাত্রা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ