Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদ যাত্রার প্রথম দিনেই নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানজট

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৯, ২:৫০ পিএম

ঈদ যাত্রার প্রথম দিনে সড়ক পথে ঘরমুখো অনেক মানুষ যাত্রা করেছেন। আর এই প্রথম দিনেই সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর থেকে বাইপাইল পর্যন্ত ঢাকামুখী লেনে ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এ কারণে প্রচণ্ড গরমে দুর্ভোগ পোহাচ্ছেন ঘরমুখো হাজারো মানুষ।

শুক্রবার (৩১ মে) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর থেকে বাইপাইল পর্যন্ত ঢাকামুখী ৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে ঢাকা-আরিচা মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। 

পরিবহন শ্রমিক ও যাত্রীরা জানায়, সকাল থেকেই শ্রীপুর এলাকায় যানজটের কারণে প্রায় ১ ঘণ্টা ধরে তীব্র গরমে ভোগান্তি পোহাচ্ছেন তারা। মূলত বাইপাইল ত্রিমোড় এলাকায় দীর্ঘ সিগন্যালের কারণেই এই যানজট সৃষ্টি হচ্ছে বলেও জানান তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ