Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্রাক-পিকআপে মানুষ আর মানুষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৯, ১০:৪৬ পিএম

ট্রাক-পিকআপে সচরাচর বিভিন্ন ধরনের পণ্য কিংবা মালামাল পরিবহন করা হয়ে থাকে। কিন্তু স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আশায় এসব পরিবহনে ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন রাজধানীবাসী। এমনকি বাসের ছাদেও অতিরিক্ত যাত্রী হয়ে বাড়ি যাচ্ছেন অনেকেই। এদের  অনেকেই আবার পরিবহন-সংকটের জন্য নয় বরং বাসে অতিরিক্ত ভাড়ার কারণে এভাবে বাড়ি ফিরছেন।

জীবনের ঝুঁকি আছে জেনেও নিম্ন আয়ের এসব মানুষ উঠছেন ট্রাক বা পিকআপে। আর এ সুযোগটাই কাজে লাগাচ্ছেন ঈদের সময় চলাচলে নিষেধাজ্ঞা থাকা ট্রাক-পিকআপের মালিকরা। ঢাকা, গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জ সহ আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায়  সোমবার (৩ মে) বিকেলের পর থেকেই এমন চিত্র দেখা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে আটকে থাকা যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, মহাসড়কে বাসের তুলনায় ট্রাকের সংখ্যা অনেক বেশি। প্রতিটি ট্রাক যাত্রীতে পরিপূর্ণ। ট্রাকের বিশৃঙ্খলার কারণে যানজট আরও ভয়াবহ রুপ নিয়েছে বলে ভুক্তভোগি যাত্রীদের অভিযোগ। 

ঝুঁকি নিয়ে চলাচলকারী যাত্রীরা বলছেন, বাসে ধাক্কাধাক্কি আর অতিরিক্ত ভাড়া-বিড়ম্বনা এড়াতে এমন সুযোগ নিচ্ছেন তারা। সোমবার (৩ জুন) রাত সাড়ে ১২টার দিকে গুলিস্তান জিরো-পয়েন্ট মোড়েও দেখা গেছে,  দুজন ট্রাফিক সদস্যের সামনে দিয়ে ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে বাস-ট্রাক এবং পিকআপ চলাচল করছে। কিন্তু তারা এসব যানবাহন আটকাচ্ছেন না।

এ বিষয়ে একজন ট্রাফিক সদস্য বলেন,  আমরা যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় যানবাহনগুলো আটকাতে পারিনি। তাদেরকে থামাতে গেলে গভীর রাতে যে যানজট সৃষ্টি হয়েছে সেটি আরও বেড়ে যেতো। তবে আমরা ছেড়ে দিলেও সামনে কোথাও না কোথাও আটকাবেই। এ সময় তিনি পথের বিভিন্নস্থানে পুলিশের চেকপোস্ট আছে বলে জানান।

নিরাপদ সড়ক বাস্তবায়নে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, ট্রাক-পিকআপ কিংবা বাসের ছাদে যাত্রী হয়ে চলাচল করা শাস্তিযোগ্য অপরাধ। তাই সড়কে এ ধরনের পরিবহন চলাচল বন্ধে নিরাপত্তায় নিয়োজিতরা সর্বদা কাজ করলেও অনেক সময় যাত্রীদের অবস্থান এবং দুর্ভোগের কথা ভেবে ছেড়ে দেন। তবে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হলে সেটি একেবারেই ছাড়া হচ্ছে না।

এ বিষয়ে ঢাকার পুলিশ সুপার (এসপি) শফিউর রহমান বলেন, ট্রাক-পিকআপ কিংবা বাসের ছাদে মানুষ নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য রাজধানী থেকে ঈদযাত্রায় যারা এভাবে যাচ্ছেন তাদেরকে আটকানো হচ্ছে। তবে এসব পরিবহন আটকাতে গিয়ে যানজট সৃষ্টির মাধ্যমে অন্যান্য যাত্রীদের ভোগান্তি হয় বলে মাঝে মাঝে এসব পরিবহন পার পেয়ে যায়। তাই রাজধানী থেকে বের হওয়ার সময় এগুলোকে আটকানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

 

UªvK-wcKAv‡c gvbyl Avi gvbyl

÷vd wi‡cvU©vi

UªvK-wcKAv‡c mPivPi wewfbœ ai‡bi cY¨ wKsev gvjvgvj cwienb Kiv n‡q _v‡K| wKš‘ ¯^Rb‡`i m‡½ C‡`i Avb›` fvMvfvwM K‡i †bIqvi Avkvq Gme cwien‡b SuywK wb‡qB evwo wdi‡Qb ivRavbxevmx| GgbwK ev‡mi Qv‡`I AwZwi³ hvÎx n‡q evwo hv‡”Qb A‡b‡KB| G‡`i  A‡b‡KB Avevi cwienb-msK‡Ui Rb¨ bq eis ev‡m AwZwi³ fvovi Kvi‡Y Gfv‡e evwo wdi‡Qb|

Rxe‡bi SyuwK Av‡Q †R‡bI wbgœ Av‡qi Gme gvbyl DV‡Qb UªvK ev wcKAv‡c| Avi G my‡hvMUvB Kv‡R jvMv‡”Qb C‡`i mgq PjvP‡j wb‡lavÁv _vKv UªvK-wcKAv‡ci gvwjKiv| XvKv, MvRxcyi, mvfvi Ges bvivqYMÄ mn Avkcv‡ki wewfbœ wkívÂj GjvKvq  †mvgevi (3 †g) we‡K‡ji ci †_‡KB Ggb wPÎ †`Lv †M‡Q| XvKv-Uv½vBj gnvmo‡K hvbR‡U AvU‡K _vKv hvÎx‡`i mv‡_ K_v e‡j Rvbv †M‡Q, gnvmo‡K ev‡mi Zzjbvq Uªv‡Ki msL¨v A‡bK †ewk| cÖwZwU UªvK hvÎx‡Z cwic~Y©| Uªv‡Ki wek„•Ljvi Kvi‡Y hvbRU AviI fqven iæc wb‡q‡Q e‡j fz³‡fvwM hvÎx‡`i Awf‡hvM|

SyuwK wb‡q PjvPjKvix hvÎxiv ej‡Qb, ev‡m av°vavw° Avi AwZwi³ fvov-weo¤^bv Gov‡Z Ggb my‡hvM wb‡”Qb Zviv| †mvgevi (3 Ryb) ivZ mv‡o 12Uvi w`‡K ¸wj¯Ívb wR‡iv-c‡q›U †gv‡oI †`Lv †M‡Q,  `yRb UªvwdK m`‡m¨i mvg‡b w`‡q Qv‡` AwZwi³ hvÎx wb‡q evm-UªvK Ges wcKAvc PjvPj Ki‡Q| wKš‘ Zviv Gme hvbevnb AvUKv‡”Qb bv|

G wel‡q GKRb U«vwdK m`m¨ e‡jb,  Avgiv hvbRU wbqš¿‡Y e¨¯Í _vKvq hvbevnb¸‡jv AvUKv‡Z cvwiwb| Zv‡`i‡K _vgv‡Z †M‡j Mfxi iv‡Z †h hvbRU m…wó n‡q‡Q †mwU AviI †e‡o †h‡Zv| Z‡e Avgiv †Q‡o w`‡jI mvg‡b †Kv_vI bv †Kv_vI AvUKv‡eB| G mgq wZwb c‡_i wewfbœ¯’v‡b cywj‡ki †PK‡cv÷ Av‡Q e‡j Rvbvb|

wbivc` moK ev¯Íevq‡b `vwqZ¡iZ cywjk m`m¨iv Rvbvb, UªvK-wcKAvc wKsev ev‡mi Qv‡` hvÎx n‡q PjvPj Kiv kvw¯Í‡hvM¨ Aciva| ZvB mo‡K G ai‡bi cwienb PjvPj e‡Ü wbivcËvq wb‡qvwRZiv me©`v KvR Ki‡jI A‡bK mgq hvÎx‡`i Ae¯’vb Ges `y‡f©v‡Mi K_v †f‡e †Q‡o †`b| Z‡e AwZwi³ SyuwKc~Y© n‡j †mwU G‡Kev‡iB Qvov n‡”Q bv|

G wel‡q XvKvi cywjk mycvi (Gmwc) kwdDi ingvb e‡jb, UªvK-wcKAvc wKsev ev‡mi Qv‡` gvbyl †bIqv kvw¯Í‡hvM¨ Aciva| G Rb¨ ivRavbx †_‡K C`hvÎvq hviv Gfv‡e hv‡”Qb Zv‡`i‡K AvUKv‡bv n‡”Q| Z‡e Gme cwienb AvUKv‡Z wM‡q hvbRU m…wói gva¨‡g Ab¨vb¨ hvÎx‡`i †fvMvwšÍ nq e‡j gv‡S gv‡S Gme cwienb cvi †c‡q hvq| ZvB ivRavbx †_‡K †ei nIqvi mgq G¸‡jv‡K AvUKv‡bv cÖ‡qvRb e‡j gšÍe¨ K‡ib wZwb|

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ যাত্রা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ