Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

তখন বিক্ষুব্ধ দেশপ্রেমিকরা অস্তিত্বে আঘাত করতেই পারে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ৭:২৬ পিএম

নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। যে যার মতো তার কথা বলবে, দরকার হলে জাতিকে ইচ্ছে মতো জ্ঞান দিবে। কোন সমস্যা নাই। কিন্তু জনাব, আপনার মত প্রকাশ যদি অন্যের অধিকারকে খর্ব করে, অন্যের মতামতকে বাধাগ্রস্ত করে তাহলে তো তারা প্রতিবাদ করতেই পারে। সেখানে আপনার মত প্রকাশ নিয়ে চিন্তা করার সময় কই। আপনার মত আপনি প্রকাশ করেন, আরেকজনের অধিকার খর্ব না করে।

তবে হ্যাঁ, প্রতিটি রাষ্ট্রেরই কিছু সেটেল্ড ইস্যু (মৌলিক ভিত্তি) থাকে, অস্তিত্বের জায়গা থাকে। সেগুলো নিয়ে প্রশ্ন তোলা মানে আমার আপনার অস্তিত্বের জায়গায় আঘাত করা।
যেমন, মত প্রকাশের স্বাধীনতার নামে আপনি যদি বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হয়নি, ৩ লাখ শহীদ হয়েছে।
আপনি যদি বলেন, ৭১ সালে কোনো মুক্তিযুদ্ধ হয়নি, ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছে। আপনি যদি বলেন, জাতীয় সংগীত হিন্দুর লেখা, এটা পরিবর্তন করা দরকার। মত প্রকাশের স্বাধীনতার নামে আপনি যদি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।

এসব নিয়ে আপনি যখন প্রশ্ন তুলবেন তখন আপনি ৩০ লাখ শহীদের রক্তে ভেজা আমাদের এই জন্মভূমির অস্তিত্বের জায়গায় আঘাত করেছেন। আর তখন বিক্ষুব্ধ দেশপ্রেমিকরা আপনার অস্তিত্বে আঘাত করতেই পারে।

লেখক: আশরাফুল আলম খোকন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি

(ফেসবুক থেকে সংগৃহীত)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতামত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ