Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতামত জরিপ পঞ্চাশ অঙ্গরাজ্যে বিপুল ব্যবধানে এগিয়ে হিলারি

টেক্সাস এবং মিসিসিপি অঙ্গরাজ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ওয়াশিংটন পোস্ট এবং সার্ভে মাঙ্কি-র পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। তবে টেক্সাস এবং মিসিসিপি অঙ্গরাজ্যে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। ২০ অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি-তে হিলারি ক্লিনটন ট্রাম্পের চেয়ে চার পয়েন্ট এগিয়ে রয়েছেন। তার পক্ষে রয়েছে ২৪৪টি ইলেকট্রোরাল ভোট। জয় নিশ্চিত করতে তার দরকার ২৭০টি ইলেকট্রোরাল ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ৮ নভেম্বর। ২০ জানুয়ারি ২০১৭ আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা রয়েছে।
অপরদিকে, ২০ অঙ্গরাজ্যে চার পয়েন্টে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে তার পক্ষে রয়েছে মাত্র ১২৬টি ইলেকট্রোরাল ভোট। চলতি বছরের ৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৭৪ হাজার ৮৮৬ জন রেজিস্টার্ড ভোটার ওয়াশিংটন পোস্টের জরিপে অংশগ্রহণ করেন। জরিপে দেখা যায়, কলেজের ডিগ্রিধারী শ্বেতাঙ্গদের মধ্যে হিলারির প্রচুর সমর্থক রয়েছে। তবে টেক্সাস এবং মিসিসিপি অঙ্গরাজ্যে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। জরিপ অনুযায়ী মিশিগান এবং উইসকনসিস অঙ্গরাজ্যেও হিলারিকে প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে। তবে গত ছয় নির্বাচনে ওই দুটি অঙ্গরাজ্য ডেমোক্র্যাট প্রেসিডেন্টকেই নির্বাচিত করতে ভোট দিয়েছে। আর্থিক স্থবিরতা এবং রিপাবলিকান পার্টির কর্মসূচিতে ওই রাজ্যগুলোর শ্বেতাঙ্গ ভোটাররা শেষ সময়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারেন। আর তাতে ট্রাম্প বিস্ময় দেখাতে পারেন। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতামত জরিপ পঞ্চাশ অঙ্গরাজ্যে বিপুল ব্যবধানে এগিয়ে হিলারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ