Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কওমী সনদ শিক্ষা আইন পাঠ্যসূচি ওলামায়ে কেরামের মতামতে ফায়সালা করুন -ইসলামী ঐক্যজোট

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ গতকাল একযুক্ত বিবৃতিতে বর্তমান স্থিতাবস্থা বজায় রেখে, শিক্ষানীতিমালা ২০১০, প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬’এর ইসলামী শিক্ষা সংকোচনমূলক সুনির্দিষ্ট কিছু ধারা-উপধারার আওতামুক্ত, সিলেবাস ও পাঠ্যসূচি, শিক্ষার ধারা, শিক্ষাপদ্ধতি সংস্কারের এবং প্রতিষ্ঠানে দাবি করেছেন। প্রশাসনিক বিষয়ে নিয়ন্ত্রণমুক্ত ও স্বকীয়তা বজায় রাখার নিশ্চয়তা সাপেক্ষে এবং শীর্ষ উলামায়েকেরাম এর কর্তৃত্বে ও ঐকমত্যের ভিত্তিতে কওমী মাদরাসার সনদের বিষয়টি ফায়সালা করার দাবি করেছেন।
নেতৃদ্বয় বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় কোরআনী শিক্ষা আজ উপেক্ষিত। কোরআনী শিক্ষার প্রতি এমন উপেক্ষা নিয়ে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে সে শিক্ষা ডেকে আনছে ভয়াবহ বিপর্যয় ও কষ্ট। জ্ঞানের সর্বশ্রেষ্ঠ উৎস পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে বঞ্চিত বহু নামী দামী ‘শিক্ষিত মূর্খ’ লোক বিভ্রান্তির ঘূর্ণাবর্তে হাবুডুবু খাচ্ছে। তাই আমরা তাওহীদ, রিসালাত ও আখেরাতের ভিত্তিক শিক্ষা জাতীয় লক্ষ্য হিসেবে নির্ধারণ করার দাবিসহ শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কওমী সনদ শিক্ষা আইন পাঠ্যসূচি ওলামায়ে কেরামের মতামতে ফায়সালা করুন -ইসলামী ঐক্যজোট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ