প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. জাজমেন্টাল হ্যায় কেয়া ২. সুপার থার্টি ৩. কবির সিং
৪. অর্জুন পাটিয়ালা ৫. আর্টিকল ফিফটিন
জাজমেন্টাল হ্যায় কেয়া
প্রকাশ কোবেলামুদি পরিচালিত সাইকোলজিকাল ড্রামা।
এক বিপর্যয়ের সহিংস শৈশব পেরিয়ে বড় হতে হয়েছে ববিকে (কঙ্গনা রানৌত) আর তার স্থায়ী প্রভাব পড়েছে তার মনে, এর ফলে ভালবাসা সম্পর্কে তার এক ধরণের ধারণার সৃষ্টি হয়েছে। ববি তার অ্যাপার্টমেন্টের একটি অংশ কেশব (রাজকুমার রাও) এবং তার প্রেমিকা রিমাকে (আমায়রা দাস্তুর) ভাড়া দেয়। কেশব-রিমার মধ্যে প্রেম দেখে ববি অস্বস্তিতে ভুগতে শুরু করে। তারপর তাদের সম্পর্ক নিয়ে কৌতূহল থেকে ববি কেশবের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এই আকর্ষণ একসময় প্রেম তারপর ঘোরে পরিণত হয়। এর মধ্যে একটি খুনের ঘটনা ঘরে, পুলিশের সন্দেহ ববি আর কেশবের মধ্যে একজন এই খুনটি করেছে। দুজনের জবানবন্দি শুনে পুলিশ আরও বিভ্রান্ত হয়ে পড়ে। ঘটনার পরম্পরায় তারা পরস্পর থেকে দূরে চলে। অনেক দিন পর তাদের আবার দেখা হয়। কেশবের প্রতি ববির আকর্ষণ বজায় আছে কিন্তু কেশব তার কাছ থেকে দূরে থাকতে চায়, কিন্তু কেন?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।