Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রত্যাখ্যান বদলে দিয়েছে পরিণীতি চোপড়ার জীবন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ৮:১০ পিএম

পরিণীতি চোপড়া বলেন, ‘মন ভাঙা কাকে বলে, সেই একটা বড় অভিজ্ঞতা আমি পেরিয়ে এসেছি।'

বলিউডের প্রেমের গল্প আর সম্পর্ক ভাঙা গড়ার মুখরোচক গল্প সাধারণ মানুষের কাছে বিনোদন হলেও আর পাঁচটা মানুষের মতোই অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনের সম্পর্ক ভাঙাগড়া তাদেরও কষ্টই দেয়, মন ভাঙার যন্ত্রণায় সকলেই কাঁদেন।

সম্প্রতি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া পিংকভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রেমে প্রত্যাখ্যানের একটা কষ্টকর অভিজ্ঞতা তার জীবন বদলে দিয়েছে এবং এটিই তার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল। যদিও নিজের প্রাক্তন প্রেমিকের পরিচয় প্রকাশ করেননি পরিণীতি।

সাক্ষাৎকারে পরিণীতি বলেন, ‘মন ভাঙা কাকে বলে, সেই একটা বড় অভিজ্ঞতা আমি পেরিয়ে এসেছি এবং আমি মনে করি এটাই একমাত্র ঘটনা হবে। সত্যি কথা বলতে কী, আমি অদ্ভুত অগোছালো অবস্থায় ছিলাম। আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল এটা, কারণ আমি তখন পর্যন্ত কোনোদিন কোনো প্রত্যাখ্যান পাইনি।

‘আমার তখন সবচেয়ে প্রয়োজন ছিল আমার পরিবারকে পাশে পাওয়া। তবে আমি যদি একটুও ম্যাচিওর হয়ে থাকি, তবে তা এই ঘটনার জন্যই। ঈশ্বরকে ধন্যবাদ জীবনের প্রথম দিকেই আমাকে এই অবস্থার মোকাবিলা করতে দেয়ার জন্য,’ যোগ করেন তিনি।

৩০ বছর বয়সী এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে কেশরি সিনেমায়, অক্ষয় কুমারের বিপরীতে। বলিউডের অন্দরে গুঞ্জন শোনা যাচ্ছে পরিচালক চরিত দেশাইয়ের সাথে ডেটিং করছেন পরিণীতি চোপড়া। ২০১৬ সালে ড্রিম টিম ট্যুরের সময় আলাপ হয়েছিল দুজনের। চরিত দেশাই অগ্নিপথ, তিন পাত্তি, রন এবং চাঁদনি চক টু চায়না'র মতো সিনেমায় সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন।

ইশকজাদে অভিনেত্রী পরিণীতি অবশ্য নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ যত্নশীল ছিলেন, তিনি আগে বলেছিলেন যে নিজের প্রেম সংক্রান্ত বিষয় তিনি নিজের কাছেই রাখেন কারণ তিনি এই বিষয়ে কথা বলতে প্রস্তুত নন।

মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাৎকারে পরিণীতি বলেন, ‘আমার জীবন এটাই। আমার প্রেম সংক্রান্ত যে জীবন, সেটা একমাত্র একটা জিনিস যা আমি একেবারে নিজের কাছে রাখতে চাই, কারণ আমি এই নিয়ে কথা বলতে প্রস্তুতই নই। আমি কিন্তু কিছু লুকোচ্ছি না, কেবল আনুষ্ঠানিকভাবে কোথাও কোনও ঘোষণা করছি না। আমি যদি এসবের প্রয়োজনীয়তা অনুভব করি তাহলে করব।’

সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি চোপড়া এখন তার আসন্ন সিনেমা ‘জবরিয়া জোড়ি'র মুক্তির অপেক্ষায় রয়েছেন, এতে প্রধান চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকেও। প্রশান্ত সিং পরিচালিত এবং একতা কাপুর, শোভা কাপুর ও শৈলেশ আর সিং প্রযোজিত সিনেমাটি আগামী ২ অগাস্ট মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ