বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বান্দরবান জেলার সদর উপজেলার সুয়ালক এলাকায় সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জের সময় পরিত্যক্ত গোলা বিস্ফোরণের ঘটনায় আরেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে সময়ই জাহিদুল ইসলাম (২৯) নামে এক সৈন্যের মৃত্যু হয়। আহত হন ১১ জন।
এদের মধ্যে রিপন চাকমাকে (২৭) হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার পথে মৃত্যু হয়। তার বাড়ি রাঙ্গামাটি জেলায়।
আহত অন্য ১০ সৈনিক বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- সৈনিক আসাদ, রাজু, হাসান, তারেকুল, মোস্তাফিজ ও আরিফ। সেনাবাহিনীর ১৬ প্যারা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, আজ শনিবার বিকেলে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এজন্য ঝোপ-জঙ্গল পরিষ্কারের কাজ চলছিল। এ সময় ওই বিস্ফোরণ ঘটে।
এদিকে নিহত সৈনিক জহিরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ হস্তান্তরের সময় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। জহিরুল ইসলামের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।