গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে বাংলাদেশের বড় ধরণের কোন ক্ষতি না হওয়ায় জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ শুকরিয়া আদায় করে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ হাজার হাজার আলেম ওলামা, পীর মাশায়েখের দেশ। এ দেশের প্রতি আল্লাহর খাস রহমতের নজর রয়েছে। প্রবল শক্তি সঞ্চয় করে পার্শ্ববর্তী দেশ ভারতের উড়িষ্যাকে লন্ডভন্ড করে ঘূর্ণিঝড় ফণী আমাদের দেশের সীমানা অতিক্রম করতেই তীব্রতা কমে যায়, নিঃসন্দেহে এটি হক্কানী পীর মাশায়েখ ও আলেম ওলামাদের দুয়া ও রূহানী ফায়েজের বহিঃপ্রকাশ। ইতিমধ্যে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিল থেকে অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে এবং সকল বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয় করণসহ সকল সুযোগ সুবিধা প্রদান এবং স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলে অর্ন্তভূক্তিসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন একটি কর্মসূচী গ্রহণ করেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উক্ত কর্মসূচী পালনে কিছুটা সন্দিহান থাকলেও আবহাওয়া অনুকূলে আসায় যথাসময়ে প্রত্যেক জেলার দায়ীত্বশীলদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের জন্য নেতৃবৃন্দ অনুরোধ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।