Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলনগরে নদীর তীররক্ষা বেড়ি বাঁধে ধস, আতংকে নদী পাড়ের মানুষ

লক্ষ্মীপুরে আশ্রয়ন কেন্দ্রে ২০ হাজার মানুষ

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ৯:৫৫ পিএম

লক্ষ্মীপুরে ৭৬টি আশ্রয়নকেন্দ্রসহ প্রায় ২শতাধিক শিক্ষা-প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে প্রায় ২০ হাজার মানুষ। ঘূর্ণিঝড় ফণি আঘাত হানলে প্রাণহানি এড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে তারা নিরাপদে সরে এসেছেন। রাত সাড়ে ৮টার দিকেএ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। তিনি জানান, আশ্রয় নেওয়া মানুষের দেখভালসহ যাবতীয় কাজে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এসব মানুষদের শুকনো খাবার ও বিভিন্ন ধরনের ঔষধ দেয়া হচ্ছে। এছাড়া ৩৭৫টি মে.টন চাল,২ হাজার ৫০০ বস্তা বিস্কুট ও নগদ ৮ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।

অপরদিকে বিকেলে কমলনগরে মাতাব্বরনগর এলাকায় নদীর তীররক্ষা বেড়ি বাঁধে ধস দেখা দিয়েছে। ইতিমধ্যে বাঁধের কিছু অংশ মেঘনায় ধসে পড়েছে। আজ শুক্রবার বিকেলে এ ধস দেখা দেয়। ঝুঁকিতে রয়েছে পুরো বাঁধ। অপরদিকে মেঘনায় অস্বাভাকিব জোয়ার ও প্রবল ঢেউয়ে নিমাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। এতে করে আতংকে নদী পাড়ের কয়েক লাখ মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফণি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ