Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সড়কে ঝরল ১৯ প্রাণ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১:৩৬ এএম

রাজশাহী, বাগেরহাট, লক্ষীপুর ও সাভারসহ বিভিন্্ন স্থানে গত ৪৮ ঘন্টায় সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন :
চট্টগ্রাম : বোয়ালখালীর কধুরখীল এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত রমিতা দাশ (৩৭) গতকাল চমেক হাসপাতালে মারা গেছেন। বুধবার সন্ধ্যায় স্থানীয় কৈবর্ত্য পাড়া কালী বাড়ির সামনে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
রাজশাহী : বাঘা উপজেলার মীরগঞ্জ বাজারে শ্যালো ইঞ্চিন চালিত ট্রলির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের হেলপার আবু হানিফ (২৮), বাসের যাত্রী উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ বান্ডাবটতলা গ্রামের মনসুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৪২) ও একই ইউনিয়নের হরিরামপুর দ্বারপাড়া গ্রামের পিয়ার উদ্দিনের স্ত্রী বাদল বেওয়া (৬৫)।
বাগেরহাট : রামপাল উপজেলার মানিডাঙ্গা এলাকায় ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী বলে জানিয়েছেন রামপাল হাইওয়ে থানার এসআই মলয় রায়। নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। এরা হলেন- মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সোহাগ শেখ (৩৫) ও একই উপজেলার মাকোরডন গ্রামের সঞ্জিত রায় (৪৭)
লক্ষীপুর : ট্রাকচাপায় দুখু মিয়া নামে এক সিএনজি চালিত আটোরিকশার চালক নিহত হয়েছেন। ঘটনার সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। এ সময় আরও দুই অটোরিকশা চালক আহত হন। বৃহস্পতিবার ভোরে শহরের উত্তর তেমুহনী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪টি অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। নিহত দুখু মিয়া রামগঞ্জ উপজেলার পদ্মাবাজার গ্রামের বাসিন্দা।
বরিশাল: বরিশালের গাজীবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় হারুন মাঝি (৫০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হাসনাইন (৩০) নামে অপর আরোহী। মঙ্গলবার বিকেলে বরিশাল-ভোলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হারুন ভোলার চরফ্যাশন উপজেলার শাহে আলম মাঝির ছেলে।
নাটোর : বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দুজন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় ও সকালে এসব দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ওসি আলিম হোসেন শিকদার জানান, বুধবার সন্ধ্যায় বনপাড়া-লালপুর সড়কের হারোয়া রহিমের বটতলা মোড়ে ব্যাটারী চালিত দুটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাস্তায় ছিটকে পড়ে ভ্যানের যাত্রী উপজেলার বাহিমালি গ্রামের মন্তাজ আলীর স্ত্রী জুলেখা বেগম (৩৬) ঘটনাস্থলেই মারা যান।
কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে মো. ফরমান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফরমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রশিদ নগর এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ছিলেন।
সিলেট : তামাবিল মহাসড়কের জৈন্তাপুর বৈঠাখাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও দশ জন আহতের খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে যানাযায় ১ মে বুধবার দুপুর ১২টায় সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর বৈঠাখাল নামক স্থানে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী দুটি মাইক্রোবাস প্রতিযোগিতা মাধ্যমে একে অপরকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় কবলিত হয়। এ সময় ঘটনায়স্থলে দুইশিশু নিহত হয় এবং ১০জন আহত হয়। নিহত দুজন হলো জৈন্তাপুর উপজেলার ফুলবাড় গ্রামের শওকত আলীর মেয়ে লুবনা বেগম (১২) ও ছোট বোন অহনা বেগম (৭)।
যশোর : শার্শায় সড়ক দুর্ঘটনায় হাসান আলী (২০) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন। বুধবার রাত আনুমানিক ৯টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী উপজেলার শিকারপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ উপজেলার বিমর্ষি এলাকায় বৃহস্পতিবার দুপুরে ভুটভুটি উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত রমজান আলী (৫০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককির্ত্তী ইউনিয়নের লাওঘাটা গ্রামের মৃত খোয়াজ উদ্দীনের ছেলে।
চুয়াডাঙ্গা : দ্রুতগামী ট্রাকের ধাক্কায় কবির বিশ্বাস (৪২) নামে এক করিমন চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদাহ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ : ঢাকা ময়মনসিংহ মহা সড়কের ভরাডোবা নামক স্থানের অপর গাড়ির ধাক্কায় পিক আপের হেলপার নিহত হয়েছেন। নিহতের বাড়ি জামালপূর সদর থানার মইনপূর গ্রামের ইনু মিয়ার ছেলে হৃদয় (৩০)। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার ভোরে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে পুলিশে আইসি এস,আই আব্দুস ছালাম।
মাদারীপুর : শিবচরের ক্রোকচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা উল্টে চালক ইমন(২০) নিহত হয়েছে। নিহত ইমন শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার আবুল বেপারীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চালক ইমন মাহিন্দ্রা চালিয়ে শিবচর সদরে আসছিল। পথিমধ্যে ক্রোকচর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রাটি উল্টে খাদে পড়ে যায়, এতে চালক ইমন মাহিন্দ্রার নিচে চাপা পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়কে ঝরল

২৬ এপ্রিল, ২০২২
১ এপ্রিল, ২০২২
৩১ মার্চ, ২০২২
২১ মার্চ, ২০২২
১৬ মার্চ, ২০২২
১১ মার্চ, ২০২২
৭ মার্চ, ২০২২
১ মার্চ, ২০২২
২৬ ফেব্রুয়ারি, ২০২২
২৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ