Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়ু সেনা অভিনন্দনকে বলিউড তারকাদের অভিনন্দন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ৬:২২ পিএম

উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ওয়াঘা সীমান্তে ভারতের হাতে তুলে দেওয়া হয়। তার ফেরার অপেক্ষায় ছিল পুরো ভারত। পাক সেনার হাত থেকে বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমানের দেশে ফিরে আসার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। এ তালিকার শীর্ষে অবস্থান করছেন বলিউড সেলিব্রিটিরা। শাহরুখ খান, করণ জোহর, প্রীতি জিনতা, তপসী পান্নু, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, শিল্পা শেঠি, ইমরান হাশমি, এশা গুপ্ত, অনুষ্কা শর্মা, আলিয়া ভাট, কার্তিক আরিয়ান, আথিয়া শেঠি, হুমা কুরেশি, দীপিকা পাড়–কোন, শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, রণবীর সিং, অর্জুন কাপুর সহ অসংখ্য তারকা এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শুভেচ্ছা।
শাহরুখ খান লিখেছেন, ‘বাড়ি ফিরে আসার থেকে ভালো আর কোনও অনুভুতি হয় না। বাড়ি হলো ভালোবাসার জায়গা, স্বপ্নের জায়গা, আশার জায়গা। সত্যি ধন্য হয়ে রইলাম।’
করণ জোহর টুইট করেন, ‘এই কঠিন সময়ে আপনার শৌর্য ও সাহসিকতাকে কুর্নিশ।’
শাহিদ কাপুর লেখেন, ‘আমাদের হিরো ফিরে এসেছেন দেখেই ভালো লাগছে। জয় হিন্দ।’
ইমরান হাশমি লেখেন, ‘আপনার ফেরার অপেক্ষায় সবাই। আপনার জন্য গর্বিত, স্যার। ভারতের সাহসী সন্তাানকে আমার সালাম। স্বাগত অভিনন্দন।’
রণবীর সিং টুইটারে লেখেন, ‘ঘরে স্বাগত অভিনন্দন। আপনি পুরো জাতির প্রেরণা। জয় হিন্দ।’
বরুণ ধাওয়ান টুইটে লেখেন, ‘বাড়ি ফিরে আসায় অনেক শুভেচ্ছা অভিনন্দন, আপনি প্রকৃত হিরো। এই মানবিকতার পরিচয়গুলিই এখনও বিশ্বাস জোগায় যে মানবিকতা হারিয়ে যায়নি। ভারত মাতা কি জয়।’
সিদ্ধার্থ মালহোত্রা বলেন, ‘স্বাগত অভিনন্দন, আপনিই প্রকৃত নায়ক এবং পুরো জাতি আপনার পাশে রয়েছে, আপনার নিঃস্বার্থ কর্মের জন্য ধন্যবাদ। জয় হিন্দ।’
তপসী পান্নু লেখেন, ‘শেষ পর্যন্ত অভিনন্দন ফিরে এলেন।’
হুমা কুরেশি লেখেন, ‘আপনিই আসল হিরো।’
এছাড়া দীপিকা পাড়ুকোন আপাতত ‘ছপাক' চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত। তিনি জাতীয় পতাকার একটি স্থিরচিত্র নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে লেখেন, ‘জয় হিন্দ।’
প্রসঙ্গত সপ্তাহ দুয়েক আগে জঙ্গি হানায় পুলওয়ামায় প্রায় অর্ধশত সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। ঘটনা দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠী। এরপর পাকিস্তানের বালাকোটে জইশের ঘাঁটিতে বোমা বর্ষণ করে ভারত। এ অবস্থায় ভারতের দুইটা যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানায় পাকিস্তান। ওই দুটি যুদ্ধ বিমানের একটিতে ছিলেন অভিনন্দন বর্তমান।
ভারত বলছে, পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেন অভিনন্দন, অবশ্য তার বিমানটিও ভূপাতিত হয় পাকিস্তান অধিকৃত এলাকায়। তবে প্যারাসুটে চেপে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন তিনি। তাকে আহত অবস্থায় আটক করে পাকিস্তানি সেনা সদস্যরা।
এরপর থেকেই তাকে দেশে ফেরানোর তোড়জোড় চলছিল। গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধামন্ত্রী ইমরান খান ভারতীয় পাইলটকে মুক্ত করার ঘোষণা দেন। পাকিস্তানের পার্লামেন্টে তিনি বলেন, ‘শান্তি প্রক্রিয়ার পক্ষে শুভেচ্ছাস্বরূপ আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়া হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ