Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোপা পুনরুদ্ধার করতে চায় খুলনা

জাতীয় নারী ক্রিকেট লিগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

আজ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে শুরু হচ্ছে দশম জাতীয় নারী ক্রিকেট লিগ। কক্সবাজারে মোট ৮টি বিভাগীয় দল সরাসরি সিঙ্গেল লিগ পদ্ধতিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগের ৯ আসরের মধ্যে ৫ বারই চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। তবে গত মৌসুমে চতুর্থ হতে হয়েছে তাদের। খুলনা আবারো শিরোপা ঘরে তুলতে চায়। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে গত শুক্রবার রাতে খুলনা থেকে কক্সবাজারে রওনা হয় দলটি।
এর আগে খুলনা বিভাগীয় দল টানা দশ দিন শেখ আবু নাসের স্টেডিয়ামে কোচ ইমতিয়াজ হোসেন পিলুর অধীনে অনুশীলন করে। অনুশীলন শেষে দলের অধিনায়ক রুমানা আহমেদ ও কোচ ইমতিয়াজ হোসেন পিলু পুনরায় শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় আত্ববিশ্বাসের কথা জানান।
খুলনা বিভাগীয় দলের অধিনায়ক রুমানা আহমেদ একই সঙ্গে নারী জাতীয় দলেরও অধিনায়ক। খুলনা শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানান তিনি। অনুশীলন শেষে তিনি বলেন, ‘খুলনা সব সময়ই শিরোপার জন্য খেলে। কিছু পদ্ধতির কারণে আমাদের বিভাগের বেশ কয়েকজন খেলোয়াড়কে এবার অন্য বিভাগে খেলতে হচ্ছে। তবে তারপরেও আমাদের দলটা অনেক ভারসাম্যপূর্ণ। তাছাড়া আমরা বেশ কিছুদিন ধরে একসাথে অনুশীলন করছি। সব মিলিয়ে আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে। আমরা শিরোপার জন্যই লড়ব।’
অধিনায়ক রুমানার মতো কোচ ইমতিয়াজ হোসেন পিলুর কন্ঠেও শিরোপা জয়ের প্রত্যয়। খুলনা যে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, পাঁচবারই দলের কোচ ছিলেন তিনি। খুলনাকে আরো একবার শিরোপা জেতাতে তাই সব ধরনের চেষ্টাই থাকবে তার, ‘দেশের ক্রিকেটের সব সেরা ক্রিকেটারই খুলনা থেকে উঠে আসে। আর মাঠে খুলনা খেললেই অন্যরকম একটি উৎসাহ হয় মেয়েদের মধ্যে। খুলনা টিমে যারা আছে তাদের সামর্থ আছে খুলনাকে শিরোপা জেতানোর। আমরা সেরাটা খেলে চ্যাম্পিয়ন হতে চাই। তবে খুলনা বিভাগের বেশ কিছু ক্রিকেটারকে এবারও খেলানো হচ্ছে অন্য বিভাগে।’
বিষয়টি নিয়ে আপত্তি আছে খুলনা কোচের, ‘বিসিবি সবগুলো দলকে ভারসাম্যপূর্ণ করার কথা বলে খুলনাঢ় অধিকাংশ ক্রিকেটারকেই অন্য দলে ভাগ করে দিয়েছে। আর তাতে খুলনার শক্তি অনেকটাই কমে গেছে। তবুও এই টিম নিয়ে আমরা শিরোপা জয়ের আশা ব্যক্ত করছি।’
খুলনা বিভাগীয় দল : রুমানা আহমেদ (অধিনায়ক), আয়েশা রহমান শুকতারা, তাহিন তাহেরা, সুলতানা ইয়াসমিন বৈশাখী, ফাতেমা আক্তার, সম্পা বিশ্বাস, ইতি মন্ডল, ঝুমুর আক্তার, রুপা রায়, সুলতানা খাতুন, ফাতেমা তুজ জোহরা রাখি, তানজিদা খাতুন, রচনা তৃপ্তি ও সুমাইয়া আক্তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিরোপা

১৬ অক্টোবর, ২০২২
১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ