Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাওলি কেন তার স্বামীকে রোমান্টিক বললেন!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:০৬ পিএম

টালিগঞ্জের আলোচিত নায়িকা পাওলি দাম। কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টালিগঞ্জের কাঁটাতার পেরিয়ে মাঝে মধ্যেই ঢালিউড চলচ্চিত্রেও দেখা যায় তাকে। এই নায়িকার কুটি নাটি বিষয়গুলো জানতে দু’দেশের দর্শকদের আগ্রহের কোনও কমতি নেই। সময়ে-অসময়ে পাওলিকে দেখা যায় সংবাদের শিরোনাম হতে। বিয়ে পরে এই প্রথম পাওলি তার প্রথম প্রেম নিয়ে মুখ খুলেছেন। শুধু তাই নয়, স্বামী অর্জুন রোমান্টিক নাকি আনরোমান্টিক সেটাও প্রকাশ পেয়েছে পাওলির নিজের মুখে।
সম্প্রতি মুক্তি পেয়েছে পাওলি অভিনীত ‘তৃতীয় অধ্যায়’। চলচ্চিত্রটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলে ফেলেছেন নিজের ব্যক্তি জীবনের কথাও। ‘তৃতীয় অধ্যায়’ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী। এছাড়া বিয়ের পর এই প্রথম ভালোবাসা দিবস উদযাপন করছেন স্বামীর সঙ্গে। এ নিয়েও খোশ মেজাজে রয়েছেন ‘সত্তা’র এ নায়িকা।
পাওলি বলেন, ‘আমার কাছে ছোটবেলা থেকেই সরস্বতী পূজার গুরুত্ব অনেক বেশি। ছোট বেলায় দেখেছি ভালোবাসা দিবসের সেলিব্রেশন নয়, বরং বাঙালি প্রেমের দিনেই আনন্দ হত অনেক বেশি। তবে বড় হওয়ার পর ১৪ ফেব্রুয়ারির গুরুত্বও কম বাড়েনি।’
অন্যদিকে প্রথম প্রেমের স্মৃতিচারণ করে পাওলি বলেন, ‘ক্লাস নাইনে পড়া অবস্থায় প্রথম একটি চিরকুট পেয়েছিলাম। তাতে ছিল প্রেমের প্রস্তাব। তবে সেটা ভ্যালেন্টাইন্স ডেতে নয়, যতোদুর মনে পড়ে সেটা ছিলো সরস্বতী পুঁজাই।’
এই নায়িকা আরো বলেন, ‘আমার বর অর্জুন রোম্যান্টিক। তবে তা শুধু আমার জন্যই। অর্জুনকে নিয়ে ডিনারে যাবার প্ল্যান করেছি। স্পেশ্যাল বলতে এটা হয়তো হবে।’
তবে বলা যায় ভালবাসার এ সপ্তাহটি পাওলির জন্য একটি বিশেষ সপ্তাহ। কারণ এ সপ্তাহে তার ভালোবাসার চলচ্চিত্রটিই মুক্তি পেয়েছে। ‘তৃতীয় অধ্যায়’ সম্পূর্ন রোমান্টিক থ্রিলার ধাচের চলচ্চিত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ