পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ৬ দিনের সফরে ঢাকায় আসছেন আজ।
তিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশ সফরে আসবেন। থাইল্যান্ডেও রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জাতিসংঘের বিশেষ দূত। জেনেভার জাতিসংঘ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইয়াং হি লি ১৪ থেকে ১৮ জানুয়ারি থাইল্যান্ড সফর করছেন। থাইল্যান্ড থেকে শনিবার বাংলাদেশ সফরে আসবেন। বাংলাদেশ সফরকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইয়াংহি লি।
জাতিসংঘের এ বিশেষ দূত গত বছরের জুন মাসে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সে সময় তিনি থাইল্যান্ডও সফর করেন। বাংলাদেশ সফরের শেষদিন ২৪ জানুয়ারি ইয়াংহি লি সংবাদ সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন।
জাতিসংঘ মহাসচিবের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মিয়ানমার সফরে যেতে চাইলেও মিয়ানমার সরকার তাকে সে দেশে প্রবেশে অনুমতি দেয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।