Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড অভিনেতা আরমান কোহলি গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ৭:৫৬ পিএম

বাড়িতে বেআইনিভাবে মদের বোতল মজুত রাখার অপরাধে শুক্রবার গ্রেপ্তার হলেন বলিউড অভিনেতা আরমান কোহলি। খবর ইন্ডিয়া টুডে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে মদের বোতল রাখার অভিযোগ পাওয়ায় মহারাষ্ট্রের জুহুতে তার বাংলোতে অভিযান চালানো হয়। সেখানে মোট ৪০টি মদের বোতল উদ্ধার হয়। আইন অনুযায়ী, একসঙ্গে ১২ ইউনিটের বেশি মদ একমাসের বেশি বাড়িতে রাখা যায় না। একসঙ্গে কেবলমাত্র দু’টি মদের বোতলই রাখা যেতে পারে। এই নিয়মটি ভেঙেছেন আরমান কোহলি। তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন এ অভিনেতা।
এর আগে, বান্ধবীকে হেনস্তার অভিযোগে তাকে জেরা করেছিল পুলিশ। পরে অভিযোগ তুলে নেওয়া হলে তিনি ছাড়া পান। আরমান কোহলির ক্যারিয়ারে সেরা ছবিটি হচ্ছে ‘জানি দুশমন’(২০০২)। ‘বিগ বস ৭’-এ দেখা গিয়েছিল এই অভিনেতাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ