Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়েলিটি শো’র পরিচালক হোমায়রা হিমু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী হোমায়রা হিমু একটি রিয়েলিটি শো’র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আজ থেকে রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরী’তে শুরু হচ্ছে ‘মুক্তির উল্লাসে বাংংলা গানের প্রতিযোগিতা’ স্লোগানকে সামনে নিয়ে দু’দিনব্যাপী ‘বিডি সিঙ্গার অব দ্য নেসন’। এই রিয়েলিটি শো’র মাধ্যমে সারাদেশ থেকে খুঁজে বের করা হবে প্রতিভাবান সঙ্গীতশিল্পী। আর এই রিয়েলিটি শো’রই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হোমায়রা হিমু। হোমায়রা হিমু বলেন, ‘জীবনে প্রথমবার অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব কাঁধে নিয়েছি। নতুন এই কাজটি আমার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হচ্ছে। নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি আমি। আয়োজক কমিটির কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এমন চ্যালেঞ্জিং একটি দায়িত্ব দিয়েছেন। আমি আমার কাজ যথাযথ গুরুত্বের সাথে করার আশা রাখছি। আমার বিশ্বাস এই রিয়েলিটি শো’র মধ্যদিয়ে আমরা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে নতুন ভালো প্রতিভাবান কিছু সঙ্গীতশিল্পী খুঁেজ পাবো।’ আজ এবং আগামীকাল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত অডিশন চলবে। এরপর ধাপে ধাপে আগামী তিন মাস পর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। প্রথম বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন পাঁচ লক্ষ টাকা। এছাড়াও আরো যারা বিজয়ী হবেন তাদের জন্যও থাকবে আরো নানান পুরস্কার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ