প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী সোনাক্ষি সিনহা সামাজিক মাধ্যমকে হালকাভাবে নেন না। তার বিপুল ফ্যান ফলোয়িংকে তিনি নিরাশ করেন না। নিত্যদিন তিনি তার সম্পর্কে আপডেট দেন। কিছুদিন আগে তিনি ইনস্টাগ্রামে তার একটি আকর্ষণীয় ছবি পোস্ট করে অসংখ্য লাইক পেয়েছেন। সব কমেন্টের মধ্যে অন্তত একটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। অভিনেতা বরুণ ধাওয়ান মন্তব্যে সোনাক্ষিকে ভাবী বলে সম্বোধন করেছেন। এর ফলে সোনাক্ষি কার সঙ্গে প্রেম করছেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়। সা¤প্রতিক ‘কফি উইথ করণ শো’তে বরুণ সোনাক্ষিকে আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম করার জন্য পরামর্শ দিয়েছেন। বরুণ সুযোগ পেলে সোনাক্ষির সঙ্গে মজা করতে ছাড়েন না। এর আগে প্রকাশিত এক ভিডিও ক্লিপে দেখা গেছে তিনি সোনাক্ষিকে তার জুতা এগিয়ে দিয়ে পা ছুঁয়ে শ্রদ্ধা জানান। এই সময় সোনাক্ষি কপট রাগ করে তাকে জিজ্ঞাসা করেন, “আমাকে ভাবী ডেকে ইনস্টাগ্রামের বোলতার চাকে কেন খোঁচা দিয়েছ?” বরুণ সে সময় ফুর্তির মুডে ছিলেন প্রশ্নের জবাব না দিয়ে তিনি বোকার মত হাসতে থাকেন। এতে কোনও সিদ্ধান্তে পৌঁছা না গেলেও আদিত্য-সোনাক্ষি রোমান্সের গুঞ্জনের সূচনা করে দিয়েছেন বরুণ। আদিত্য-সোনাক্ষি করণ জোহরের ‘কলঙ্ক’তে জুটি হয়ে অভিনয় করছেন। বরুণও এতে আলিয়া ভাটের জুটি হয়ে আছেন। এই ফিল্মের আরেক জুটি সঞ্জয় দত্ত- মাধুরী দীক্ষিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।