প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামীকাল মুক্তি পাচ্ছে সাইফ আলি খান আর তার এক সময়ে স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান অভিনীত ‘কেদারনাথ’; এটি তার অভিষেক চলচ্চিত্র। একই দিন মুক্তি পাচ্ছে ‘ইংলিশ কি টায় টায় ফিসসস’। গাই ইন দ্য স্কাই এবং আরএসভিপি’র ব্যানারে মুক্তি পাচ্ছে রোমান্স ড্রামা ‘কেদারনাথ’ ফিল্মটি প্রযোজনা করেছেন রনি স্ক্রুভালা এবং প্রজ্ঞা যাদব। অভিষেক কাপুরের পরিচালনায় অভিনয় করেছেন সারা আলি খান, সুশান্ত সিং রাজপুত, নিতিশ ভরদ্বাজ, অলকা আমিন, সোনালি সচদেব, পূজা গোর এবং নিশান্ত দহিয়া। অমিত ত্রিবেদী চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন। কেদারনাথ মন্দিরে পটভূমিতে এক ধনবান পরিবারের হিন্দু তরুণী আর তার তরুণ মুসলমান গাইডের প্রেমকাহিনী। ‘ইংলিশ কি টায় টায় ফিসসস’ মুক্তি পাচ্ছে সিধিকা সিনে ক্রাফ্টের ব্যানারে। সঞ্জিত কুমার ঠাকুর রোমান্টিক কমেডি ফিল্মটি প্রযোজনা করেছেন। শৈলেন্দ্র কুমার রাজপুতের পরিচালনায় অভিনয় করেছেন রাজপাল যাদব, মনোজ জোশি, গোবিন্দ নামদেব, সুনীল পাল, মুশতাক খান, বিজয় খোটে, রোহিত কুমার এবং লিসান করিমোভা। সন্দ্বীপশ্রী সঙ্গীত পরিচালনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।