Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্জুন কাপুরের সঙ্গে রোমান্স নিয়ে কথা বলতে চান না মালাইকা অরোরা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অভিনেত্রী-মডেল মালাইকা অরোরার সঙ্গে অভিনেতা অর্জুন কাপুরের রোমান্সের বিষয়টি বলিউডে এখন আর কোনও গোপন ব্যাপার নয়। ঢালাও করে তা সংবাদ মাধ্যমে প্রচারিত আর প্রকাশিত হচ্ছে। দুই তারকাই এই সম্পর্কেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেননি। এই দুজনকে অবশ্য মুম্বাইয়ের বিভিন্ন স্পটে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে আর বলিউডের পার্টিগুলোতে তারা এক সঙ্গেই উপস্থিত থাকেন। যেহেতু মালাইকা আর অর্জুনের সম্পর্ক সবার জানা তাই এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় দুজনকেই। যেমনটি সম্প্রতি হয়েছে। তাদের বিয়ে গুজব নিয়ে প্রশ্ন করা হয় মালিকাকে মালাইকা জানান তিনি ব্যক্তিগত প্রশ্নের জবাব দেন না এমন নয় যে এ নিয়ে তিনি লজ্জা বোধ করেন তবে একান্ত জীবন নিয়ে তিনি কথা বলতে চাননা। তিনি জানান সবাই তার অবস্থা সম্পর্কে জানে তাই এই প্রসঙ্গে কথা বলতে তিনি আগ্রহী নন। তিনি আরও জানান এখন তিনি জীবনকে উপভোগ করছেন আর এটাই সবচেয়ে সুন্দর আর মূল্যবান ব্যাপার। ১৮ বছর ঘর করার পর ২০১৬তে সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহবিচ্ছেদ হয়। আরবাজের সঙ্গে এর কিছুদিন পরেই বিদেশিনী জর্জিয়া আন্দ্রিয়ানির সম্পর্ক হয়। আর ৪৫ বছর বয়সী ১ সন্তানের মা মালাইকা তার চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে রোমান্সে জড়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ