Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘের বিশেষ দূত ঢাকায়

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার এখন ঢাকায়। পাঁচ দিনের সফরে গতরাতে তিনি ঢাকা আসলেও সফরের সময় শুরু হবে আজ থেকে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে সামনে রেখে জাতিসংঘ দূতের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ।
সূত্র মতে, পররাষ্ট্র সচিব চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের মধ্যে দফায় দফায় চিঠি চালাচালি ও আলোচনার প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত হয়। আজ বৃহস্পতিবার ঢাকায় কাটিয়ে তিনি কক্সবাজার যাবেন।
গত জুলাইতে সর্বশেষ ঢাকা সফরকারী বার্গনারের এবারের বাংলাদেশ সফরের মূল ফোকাস হচ্ছে কক্সবাজার। আগামী ১১ই নভেম্বর পর্যন্ত তিনি রোহিঙ্গাদের আশ্রয়স্থলে অবস্থান করবেন। মূলত তিনি প্রত্যাবাসনের মাঠ পর্যায়ের প্রস্তুতি সরজমিন দেখবেন এবং এ নিয়ে জাতিসংঘের পর্যবেক্ষণ তুলে ধরবেন।
কূটনৈতিক সূত্র মতে, ঢাকায় গত সপ্তাহে প্রত্যাবাসন বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে ১৫ই নভেম্বর প্রথম ব্যাচ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলে অব্যাহত উদ্বেগ জানাচ্ছে জাতিসংঘসহ বিশ্ব স্দায়। মানবাধিকার সংগঠনগুলো স্বপ্রণোদিত প্রত্যাবাসনের তাগিদ দিয়ে তড়িঘড়ি করে তাদের না পাঠানোর অনুরোধ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ