Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্র ভালোর দিকে যাচ্ছে-মম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনীত দুটি সিনেমা পরপর দুই সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৯ নভেম্বর মুক্তি পাবে তানিম রহমান অংশু পরিচালিত ‘স্বপ্নের ঘর’। এতে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। পরের সপ্তাহে ১৬ নভেম্বর মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত ‘জাজ মাল্টিমিডিয়া’ প্রযোজিত সিনেমা ‘দহন’। পরপর দুই সপ্তাহে দুটি সিনেমা মুক্তি প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘দুটি সিনেমার গল্প দুইরকম। ইতোমধ্যে দুটো সিনেমারই টিজার প্রকাশিত হয়েছে। দুটো সিনেমা দেখার জন্যই দর্শকের মধ্যে আগ্রহ লক্ষ্য করেছি। দুটো সিনেমা নিয়েই আমি আশাবাদী। আমার মনে হচ্ছে, চলচ্চিত্র দিনদিন ভালোর দিকে যাচ্ছে। তাতে স্বপ্নের ঘর এবং দহন দেখতে দর্শক হলমুখী হবেন নিশ্চয়ই। দুটো সিনেমাই দর্শকের দেখার মতো সিনেমা। ‘স্বপ্নের ঘর’ সম্পূর্ণ ভৌতিক সিনেমা। এর আগে দর্শক এই ধরনের সিনেমা বাংলাদেশে আগে দেখেননি। ফলে অনেকেই মনে করছেন, সিনেমাটি সাড়া জাগাতে পারে। দুটো সিনেমা নিয়েই আমার মধ্যে আনন্দ কাজ করছে।’ এদিকে মম অঞ্জন আইচের রচনা ও নির্দেশনায় ‘রূপার সমুদ্র’, ‘আহা কক্সবাজার’ এবং ‘ক্রমশ তোমার গল্প’ নাটকে অভিনয় নিয়ে এখন ব্যস্ত রয়েছেন। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে থাকবেন কল্যাণ কোরাইয়া, অর্ষা, জোভান ও জনি। কক্সবাজারে নাটকগুলোর শূটিং শেষে ৫ নভেম্বর ঢাকায় ফিরেই ‘স্বপ্নের ঘর’ ও ‘দহন’র প্রচারণায় অংশগ্রহণ করবেন। অন্যদিকে শিহাব শাহীন পরিচালিত ‘মন ফড়িং’ সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়ে আছেন মম। শিঘ্রই শুরু হতে পারে এই সিনেমার কাজ। একই পরিচালকের ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ