নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চলতি মৌসুমের প্রথম টুর্নামেন্ট তৃতীয় প্যারাগন প্রফেশনাল গলফে চ্যাম্পিয়ন জামাল হোসেন মোল্যা। কুর্মিটোলা গলফ ক্লাব আয়োজিত ৪ রাউন্ডের এ প্রতিযোগিতায় পারের চেয়ে ১২ শট কম খেলে সেরা হন জামাল। ১০ লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টে পারের চেয়ে ৬ শট কম খেলে সায়েম দ্বিতীয় এবং সমান স্কোর করে তৃতীয়স্থান পান বাদল হোসেন মোল্লা।
বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টে ৭৯ জন পেশাদার ও ১১ জন অপেশাদারসহ মোট ৯০ জন গলফার অংশ নেন। দুই রাউন্ড শেষে কাট এড়িয়ে চূড়ান্ত পর্বে জায়গা পান ৪২ জন। গতকাল প্রতিযোগিতা শেষে কুর্মিটোলা গলফ ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শামসুল হক।
এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্যারাগন গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও বিপিজিএ’র প্রেসিডেন্ট আসিফ ইব্রাহীম ও সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব:) কামরুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।