Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশগামীদের সচেতনতা সৃষ্টিমূলক প্রচারণায় মৌসুমী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

চিত্রনায়িকা মৌসুমী বেশ কয়েক বছর ধরে ইউনিসেফ’র শুভেচ্ছাদূত হিসেবে কাজ করে আসছেন। একজন অভিনেত্রী হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি। এবার অভিবাসন ও কর্মসংস্থান আইন বিষয়ক ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও}’র ‘জেনে মেনে বিদেশ যাই’ শীর্ষক প্রচারণার কাজে অংশ নিয়েছেন। এ লক্ষ্যে নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নির্মাতা রহমতুল্লাহ তুহিন চল্লিশ মিনিটের একটি নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘বিদেশ বাবু’। নাটকটিতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, ফারজানা রিক্তা ও নীলভ। নাটকটি রচনা করেছেন অয়ন চৌধুরী। কর্মসংস্থানের জন্য বিদেশগামীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করা প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এটাতো সামাজিক সচেতনতা সৃষ্টির একটি কাজ। আমি আমার অবস্থান থেকে কাজটি অনেক আন্তরিকতা নিয়ে করেছি যাতে সবার উপকার হয়। আমাদের দেশের অনেকেই না জেনে দেশের বাইরে যাওয়ার নিয়ম কানুন না জেনে দেশের বাইরে যান। তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমার এ কাজটি করা। আমার এ কাজের মাধ্যমে যদি দেশের মানুষের উপকার হয়, তবে তা সার্থক হবে। রহমতুল্লাহ তুহিন জানান, আগামী মাস থেকেই ‘বিদেশ বাবু’ নাটক প্রচারণার মধ্যদিয়ে মৌসুমীর ‘জেনে মেনে বিদেশ যাই’ প্রচারণার কাজটি দর্শক দেখতে পাবেন বিভিন্ন চ্যানেলে। এদিকে এরইমধ্যে মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত একে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রটি। গত শুকবার মুক্তি পাবার কথা ছিলো মৌসুমী অভিনীত ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ চলচ্চিত্রটি। কিন্তু শেষ পর্যন্ত তা মুক্তি পায়নি। আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাবার কথা রয়েছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ