Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শিরোপায় চোখ দু’দলেরই

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের শিরোপায় চোখ তাজিকিস্তান-ফিলিস্তিন দু’দলেরই। অভিন্ন লক্ষ্য হলেও ফিলিস্তিনের ভাবনায় ক্লান্তি। কারণ সেমিফাইনাল খেলে ৪৮ ঘন্টার আগেই ফাইনাল খেলতে হচ্ছে তাদের। আর তাজিকিস্তান শেষ চারের পর তিন দিনের বিরতিতে মাঠে নামছে। এদিক দিয়ে প্রতিপক্ষের চেয়ে বেশ নির্ভার তারা। টুর্নামেন্টের ফাইনালে আজ মুখোমুখী হচ্ছে ফিলিস্তিন ও তাজিকিস্তান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

ফাইনালের আগে নিজেদের লক্ষ্য ও সম্ভাবনার কথা জানাতে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মিডিয়ার মুখোমুখী হয় ফিলিস্তিন ও তাজিকিস্তান। সংবাদ সম্মেলনের নির্ধারিত সময় ছিল আড়াইটায়। তাজিকিস্তান নির্ধারিত সময়েই বাফুফে ভবনে হাজির হলেও ফিলিস্তিন আসে কিছুটা দেরীতে। কক্সবাজার থেকে তাদের ঢাকার ফ্লাইট ছিল সকাল নয়টায়। তবে ঘূর্ণিঝড় তিতলীর প্রভাবে ফ্লাইট তিন ঘন্টা বিলম্ব হলে ঢাকায় দেরীতে পৌঁছায় ফিলিস্তিনীরা। ঢাকা এসে হযরত শাহজালাল (রহঃ) বিমানবন্দর থেকে সোজা বাফুফে ভবনে রওয়ানা হয় দলটি। সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের কোচ নূরউদ্দিন বলেন, ‘বুধবার সেমিফাইনাল খেলেছি আমরা। ৪৮ ঘন্টার আগেই আবার ফাইনাল খেলতে হচ্ছে আমাদের। প্রতিপক্ষের চেয়ে খেলোয়াড়দের ক্লান্তিই এখন আমার বড় ভাবনা। বিকেল গড়িয়ে যাচ্ছে, অথচ এখনো আমার ফুটবলাররা অনুশীলনে করার সুযোগ পায়নি। তারা হোটেলে যাচ্ছে মাত্র। ফাইনালের আগের দিন এই হচ্ছে অবস্থা।’ গত মঙ্গলবার তাজিকিস্তান প্রথম সেমিফাইনাল খেলে বুধবার ঢাকায় এসেছে। সোনারগাও হোটেলে অবস্থান করছে এক দিন আগে থেকে। গতকাল বিকেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে অনুশীলনও করেছে তারা। এই দিক থেকে তাজিকদের একটু এগিয়ে রাখলেন ফিলিস্তিনের কোচ। তার কথায়,‘ওরা অবশ্যই আমাদের খেলোয়াড়দের চেয়ে খানিকটা উদ্দীপ্ত থাকবে। ২৪ ঘন্টা বেশি বিশ্রাম পাওয়া অবশ্যই বাড়তি সুবিধা।’

এএফসি চ্যালেঞ্জ কাপ ও নিজেদের আমন্ত্রিত এক টুর্নামেন্ট জেতার রেকর্ড রয়েছে ফিলিস্তিনের। বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হলে এটা হবে তাদের তৃতীয় আন্তর্জাতিক ফুটবল ট্রফি জয়। দেশের জনগণের জন্য এই ট্রফিটা জিততে চান ফিলিস্তিনের কোচ নূরউদ্দিন। এ প্রসঙ্গে তিনি বলেন,‘ছেলেরা ফিলিস্তিনের জনগণের জন্য খেলবে। এই ট্রফি তাদের আনন্দের উপলক্ষ্য হবে।’

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দল ফিলিস্তিন। ফাইনালেও সেই ধারা বজায় রাখতে চান দলটির কোচ,‘আমরা এসেছিলাম এশিয়া কাপের প্রস্তুতি নিতে। সেই প্রস্তুতির ধারাবাহিকতায় এখন ফাইনালে খেলছি। ম্যাচ জিতে ট্রফি স্পর্শ করতে চাই।’ সেমিফাইনালে বাংলাদেশকে হারালেও ফাইনালে স্বাগতিকদের সমর্থন ফিলিস্তিনই পাবে বলে ধারণা কোচ নূরউদ্দিনের।

গ্রæপ পর্বে দু’দল একই গ্রæপে ছিল। ‘এ’ গ্রæপের ম্যাচে তাজিকদের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল ফিলিস্তিন। তবে গ্রæপ ম্যাচ ও ফাইনাল ভিন্ন হবে মনে করেন তাজিকিস্তানের কোচ তুখনায়েভ আলিশের। তিনি বলেন, ‘ফিলিস্তিন শক্তিশালী দল। ভালো খেলেই আমাদের বিপক্ষে প্রথম ম্যাচে জিতেছে তারা। তবে ওটা ছিল গ্রæপ ম্যাচ আর এটা ফাইনাল। এখানে সবাই নিজেদের সেরাটা দিতে চাইবে। আমাদেরও ম্যাচ জেতার সামর্থ্য আছে। আশাকরি আমরা ফাইনালে জিততে পারব। এবং শিরোপা নিয়েই দেশে ফিরবো।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিরোপা

১৬ অক্টোবর, ২০২২
১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ